নয়াদিল্লি, ২৩ এপ্রিলঃ দেশের সামগ্রিক উন্নয়নে সব রাজ্যকে মিলিত প্রচেষ্টার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার রাষ্ট্রপতি ভবনে নীতি আয়োগের তৃতীয় পরিচালন পরিষদের বৈঠকে তিনি জানান, ‘নতুন ভারত’ গড়তে সব রাজ্যের ও রাজ্যের মুখ্যমন্ত্রীর সহযোগীতা জরুরি। পাশাপাশি তিনি পণ্য পরিষেবা কর (জিএসটি) নিয়েও সব রাজ্যের সহযোগীতা আহ্বান করেন। জিএসটি-র মাধ্যমে এক দেশ, এক লক্ষ্য, এক ইচ্ছা ফুটে ওঠে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।
এদিন বৈঠকে উপস্থিত ছিলেন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির হয়ে প্রতিনিধিত্ব করেছেন উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। এছাড়া বৈঠকে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়কড়ি, সুরেশ প্রভু, রাজনাথ সিংহ ও স্মৃতি ইরানি।
from Uttarbanga Sambad http://ift.tt/2p9wLiC
April 23, 2017 at 07:06PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন