সামগ্রিক উন্নয়নে সব রাজ্যকে মিলিত প্রচেষ্টার বার্তা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৩ এপ্রিলঃ দেশের সামগ্রিক উন্নয়নে সব রাজ্যকে মিলিত প্রচেষ্টার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার রাষ্ট্রপতি ভবনে নীতি আয়োগের তৃতীয় পরিচালন পরিষদের বৈঠকে তিনি জানান, ‘নতুন ভারত’ গড়তে সব রাজ্যের ও রাজ্যের মুখ্যমন্ত্রীর সহযোগীতা জরুরি। পাশাপাশি তিনি পণ্য পরিষেবা কর (জিএসটি) নিয়েও সব রাজ্যের সহযোগীতা আহ্বান করেন। জিএসটি-র মাধ্যমে এক দেশ, এক লক্ষ্য, এক ইচ্ছা ফুটে ওঠে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

এদিন বৈঠকে উপস্থিত ছিলেন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির হয়ে প্রতিনিধিত্ব করেছেন উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। এছাড়া বৈঠকে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়কড়ি, সুরেশ প্রভু, রাজনাথ সিংহ ও স্মৃতি ইরানি।



from Uttarbanga Sambad http://ift.tt/2p9wLiC

April 23, 2017 at 07:06PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top