বরুড়া প্রতিনিধি ● বরুড়ার পৌর এলাকার কুমিল্লা-বরুড়া সড়কের পাশে জিনসার গ্রামে মজিব ছ-মিলে অগিকান্ডে অর্ধকোটি টাকার ক্ষতি সাধিত হয়েছে। মিল মালিকের পিতা মজিবুর রহমান জানান, গত রোববার রাত প্রায় দেড়টার দিকে জোবায়ের হোসেন মালিকানাধীন মজিব ছ-মিলের গোডাউনে কে বা কারা রাতের অন্ধকারে আগুন লাগিয়ে দেয়। গোডাউনের ভেতরে থাকা একটি রানদার মেশিন, ঢিল মেশিন, লোটার মেশিন, কার্টার মেশিন, জালি মেশিন, গেরান্টার মেশিন, শানমোটর সহ গোডাউনে রক্ষিত সকল কাঠ পুড়ে ছাই হয়ে যায়। যার আনুমানিক মূল্য অর্ধকোটি টাকা। বরুড়া ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে যাওয়ার পূর্বেই সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, কি কারণে অগ্নিকান্ড ঘটেছে তার কোন কারণ এখনও জানা যায়নি। গতকাল পৌর মেয়র জসিম উদ্দিন পাটোয়ারী ঘটনাস্থর পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্থদেরকে শান্তনা দেন।
from Comillar Barta™ http://ift.tt/2nSrfzD
April 03, 2017 at 07:20PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.