নয়াদিল্লি, ৩ এপ্রিলঃ দেশে ফিরছেন ইরানে আটক ১৫ জন ভারতীয় মত্সজীবী। তাঁরা তামিলনাডুর বাসিন্দা। একথা জানিয়েছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। ট্যুইটে তিনি বলেন, ‘আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে ইরান ১৫ জন ভারতীয় মত্সজীবীকে ছেড়ে দিয়েছে। তাঁদের ৩টি বাহরিনের নৌকা সমেত আটক করা হয়েছিল।’
বিনা অনুমতিতে ইরানের জলে প্রবেশের জন্য গতবছর ২২ অক্টোবর ওই মত্সজীবীদের বাহরিন থেকে আটক করা হয়েছিল বলে জানা গিয়েছে।
ভারতীয় মত্সজীবীদের দেশে ফেরানোর কাজে উদ্যোগ নেওয়ার জন্য ইরানে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতের কাজের প্রশংসা করেন বিদেশমন্ত্রী।
from Uttarbanga Sambad http://ift.tt/2osXlmU
April 03, 2017 at 07:02PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন