ঢাকা, ০৩ এপ্রিল-সেমিফাইনালে শ্রীলঙ্কার বোলিং তোপেই ইমার্জিং টিমস এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছিলো স্বাগতিক বাংলাদেশ। ফাইনালে পাকিস্তানের বিপক্ষেও সেই একই ধারা বজায় রাখলো লঙ্কানরা। ১৩৩ রানেই গুটিয়ে গেল পাকিস্তান। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাঁ-হাতি স্পিনার শেহান জয়সুরিয়া ও লেগস্পিনার ওয়ানিদু হাসারাঙ্গার ঘূর্ণিতেই ধস নেমেছে পাকিস্তান ব্যাটিং লাইন আপে। টসে জিতে আগে ব্যাট করতে নামা পাকিস্তানের বিপক্ষে জয়সুয়রিয়া একাই তিন উইকেট নিয়েছেন। হাসারাঙ্গা নিয়েছেন দুটি উইকেট। ব্যাট হাতে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পাকিস্তান। দলীয় ৪২ রান তুলতেই হারিয়েছে চার উইকেট। দলের পক্ষে সর্বোচ্চ ২৬ রানের ইনিংস খেলেছেন অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান ও উসামা মির। এছাড়া হাম্মাদ আজম ২৫ রানের ইনিংস খেলেছেন। নির্ধারিত ৫০ ওভারের ম্যাচে ৪২.১ ওভার খেলেই গুটিয়ে যায় পাকিস্তান দল। আর/১৭:১৪/০৩ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2nw6R3O
April 04, 2017 at 12:49AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top