পুণে, ০৩ এপ্রিল- বাদ পড়ার পরে নেতৃত্বে ফিরছেন ধোনি। ফের দেখা যাবে তাঁকে দল পরিচালনা করতে। পুণে সুপারজায়ান্ট কর্তৃপক্ষ ধোনিকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার পরে অনেক ক্রিকেট ভক্তই খুশি হতে পারেননি। ধোনি নেতৃত্ব-ত্যাগের বিষয়টি নিয়ে মুখ না খুললেও জার্সি উন্মোচনের মঞ্চে না গিয়ে নীরব বার্তা দিয়েছেন সঞ্জীব গোয়েঙ্কার ফ্র্যাঞ্চাইজিকে। তবে অনেক ক্রিকেট ভক্তই আগামী মরশুমে ধোনিকে নেতৃত্বে দেখতে ইচ্ছুক। চেন্নাই সুপার কিংসের উপর থেকে নিষেধাজ্ঞা উঠে গেলে ধোনিই ফের নেতৃত্ব হবেন, এমন সমীকরণের পথও খোলা রয়েছে। সর্বভারতীয় এক দৈনিকের প্রতিবেদন অনুযায়ী, এন শ্রীনিবাসন বলেছেন, যদি আপনি একজন ক্রিকেট ভক্ত হন এবং ধোনিকে ফের অধিনায়ক হিসেবে দেখতে চান সব কিছুরই সম্ভাবনা রয়েছে। ধোনিকে হলুদ জার্সিতে ফের দেখা যেতেই পারে অধিনায়ক হিসেবে। আগামী বছর সাড়ম্বরে ফিরছি আমরা। দুবছর টুর্নামেন্ট থেকে অনুপস্থিত থাকলেও আমাদের ব্র্যান্ড অটুট রয়েছে। গত শুক্রবার শ্রীনিবাসন চেন্নাইয়ে মাদ্রাজ অ্যাডভার্টাইজিং ক্লাব অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে শ্রীনিবাসন এ কথা বলেন। গড়াপেটায় জড়িয়ে পড়ার পরে সিএসকে ও রাজস্থান রয়্যালস-কে দুবছরের জন্য বহিষ্কার করা হয় টুর্নামেন্ট থেকে। সাসপেনশনের মেয়াদ শেষ হওয়ার পরে আগামী বছরেই ফের দেখা যেতে পারে জোড়া দলকে। জাতীয় দলে একসময় শ্রীনি-ধোনি জুটিতেই এসেছে একের পরে এক সাফল্য। বিশ্বকাপ থেকে চ্যাম্পিয়ন্স লিগ জয়। আইপিএল-এও শ্রীনি-ধোনির পার্টনারশিপে দুবার চ্যাম্পিয়ন হয়েছে সিএসকে। আইপিএল-এ নির্বাসনোত্তর পর্বে ফের এই জুটি ধামাল মচাতে পারে কিনা, সেটাই দেখার। আর/১৭:১৪/০৩ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2nS5Tmc
April 04, 2017 at 12:44AM
03 Apr 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top