মুম্বাই, ১৯ এপ্রিল- বলিউডে শিশুশিল্পী হিসেবে চাচী ৪২০ দিয়ে অভিষেক হয়েছিল ফাতেমা সানা শেখের। সর্বশেষ তিনি অভিনয় করেছেন মহাবীর ফোগাত সিংকে নিয়ে নির্মিত আমির খান অভিনীত দঙ্গল ছবিতে। সেখানে আমিরের মেয়ে চরিত্রে দেখা যায় ফাতেমাকে। এ ছবিতে ফাতেমা আমিরের মেয়ের চরিত্রে অভিনয় করে ভূয়সী প্রশংসা লাভ করেন। তবে এবার মেয়ে নয়, আমিরের প্রেমিকা চরিত্রে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে ফাতেমা শেখকে। জানা যায়, থাগ অব হিন্দুস্তান ছবিটির জন্য নায়িকা খুঁজছিল প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মস। আর সেই নায়িকা হতে সম্প্রতি লুক টেস্ট দিয়েছেন ফাতেমা। সবকিছু ঠিকঠাক থাকলে থাগ অব হিন্দুস্তান দিয়েই আমিরের নায়িকা হিসেবে অভিষেক ঘটবে এ তারকার। থাগ অব হিন্দুস্তান ছবিটি দিয়ে প্রথমবারের মতো একসঙ্গে দেখা যাবে অমিতাভ বচ্চন ও আমির খানকে। ১৮০০ শতকের ঠগদের জীবন নিয়ে নির্মাণ করা হবে এ ছবি। আর/১৭:১৪/১৯ এপ্রিল
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2oL6iqP
April 19, 2017 at 11:21PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.