ঢাকা, ১৬ এপ্রিল- বলা হয়ে থাকে রংবাজ ছবিটিকে ঘিরে শাকিব-অপুর জীবন নতুন মাত্রা পেয়েছে। আর সে ছবিরই শুটিং শুরু হতে যাচ্ছে আগামীকাল। ছবির পরিচালক শামীম আহমেদ রনী প্রিয়.কমকে ১৬ এপ্রিল দুপুরে জানিয়েছেন, ১৭ এপ্রিল বিকেল থেকে পাবনায় রংবাজ ছবির শুটিং শুরু হবে। সেভাবেই আমরা প্রস্তুুতি নিয়েছি। তবে এর আগে দুপুরের ঢাকা থেকে বিমানে করে রাজশাহী যাবেন ছবির নায়ক শাকিব খান। এ ছবিতে তার বিপরিতে অভিনয় করছেন শবনম বুবলি। খোঁজ নিয়ে জানা গেছে, পাবনার লোকেশনে ২ মে পর্যন্ত শুটিং হবে ছবিটির। বাকি শুটিং হবে কলকাতা ও সুইজারল্যান্ডের বিভিন্ন লোকেশনে। ছবিটিতে আরও অভিনয় করছেন রজতাভ দত্ত, নূতন, সাদেক বাচ্চু প্রমুখ। বাংলাদেশের রূপরঙ চলচ্চিত্রের সঙ্গে যৌথভাবে ছবিটি প্রযোজনা করছে কলকাতার ভেঙ্কটেশ ফিল্মস। আর/১০:১৪/১৬ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2oguZJe
April 17, 2017 at 05:44AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top