মালদা, ১৬ এপ্রিলঃ উত্তর-পূর্ব ভারতের একমাত্র কেন্দ্রীয় কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান গণি খান চৌধুরি ইন্সটিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (জিকেসিআইআইটি)। ২০১০ সালে বরাদ্দ করা প্রায় ৯৭ কোটির কেন্দ্রীয় অনুদান প্রায় নিঃশেষ। ২০১৪ সালে বিজেপি সরকার কেন্দ্রে আসার পর থেকে মেলেনি নতুন কোনো বরাদ্দ। শিক্ষক ও শিক্ষাকর্মীদের বেতন বন্ধ হওয়ার উপক্রম। পরিবহন, ইলেকট্রিক বিল, হস্টেল ভাড়া বাবদ প্রায় কোটি টাকার দেনা ঝুলছে প্রতিষ্ঠানের মাথায়। ফলে প্রায় ৯ মাস ধরে অ্যাফিলিয়েশনের জেরে নানান দাবিতে ছাত্র আন্দেলনে জেরবার এই প্রতিষ্ঠান গোদের ওপর বিষফোঁড়ার মতো গভীর সংকটের আবর্তে। চাকরি নিশ্চিত না হওয়ায় শিক্ষক ও শিক্ষার্থীদের ভবিষ্যত ঝুলছে সুতোর ওপর। মন্ত্রীদের দারস্থ হয়েও লাভ হয়নি কিছুতেই। অনিচ্ছা কেন্দ্রের তরফেও।
from Uttarbanga Sambad http://ift.tt/2pqki7I
April 16, 2017 at 11:31PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন