প্রচণ্ড গরমে বিদ্যুত্হীন স্কুল, সমস্যায় পড়ুয়ারা

পুরাতন মালদা, ১৯ এপ্রিলঃ পুরাতন মালদার সাহাপুর গ্রাম পঞ্চায়েতের কিরণময়ী প্রাথমিক বিদ্যালয়ে গত ৩ দিন ধরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। যার জেরে গরমে চরম সমস্যায় পড়েছে এলাকার খুদে পড়ুয়ারা। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় গরমে নাজেহাল শিক্ষক-শিক্ষিকারাও। এনিয়ে সরব হয়েছে স্কুলের পড়ুয়ারা। অভিযোগ, ভুয়ো বিলের জেরে পড়ুয়াদের এই গরমে সমস্যায় পড়তে হয়েছে। স্কুলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় আশঙ্কার বিষয়টি আগেই ব্লক প্রশাসনকে জানিয়েছিল স্কুলের শিশু সংসদের মন্ত্রীরা। যদিও এনিয়ে প্রশাসন মাথা ঘামায়নি বলে অভিযোগ।

জানা গিয়েছে, স্কুলে গত ৩ মাসে ১০ হাজার টাকা বিল পাঠায় পুরাতন মালদা বিদ্যুত্দপ্তর। স্কুল কর্তৃপক্ষ তা পরিশোধ না করায় তিনদিন আগে বিদ্যুত্দপ্তরের কর্মীরা এসে স্কুলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়।

এ প্রসঙ্গে স্কুলের প্রধান শিক্ষক তনয় মিশ্র বলেন, ‘কয়েক বছর হল স্কুলের দায়িত্ব নিয়েছি। এতদিন পর্যন্ত আমরা নিজেরাই বিদ্যুতের বিল মিটিয়েছি। কিন্তু এবার যে বিল এসেছে, তা দেওয়া সম্ভব নয়। স্কুলে এর জন্য পৃথক ফান্ড নেই।’

তনয়বাবু আরও বলেন, ‘স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও পড়ুয়ারা বিষয়টি প্রশাসনের নজরে এনেছিলেন। আমি নিজেও প্রশাসনের সব স্তরে চিঠি দিয়েছি। কিন্তু কাজ হয়নি। এমন স্কুলে বিদ্যুৎ না থাকায় ছাত্রছাত্রীরা অসুস্থ হচ্ছে। আমরাও গরমে ঠিকমতো ক্লাস নিতে পারছি না।’

এ প্রসঙ্গে পুরাতন মালদার বিডিও নরোত্তম বিশ্বাস বলেন, ‘কিরণময়ী প্রাথমিক বিদ্যালয়ের সমস্যা নিয়ে আমি বিদ্যুত্দপ্তরের আধিকারিকদের সঙ্গে কথা বলেছি। সমস্যা মিটে যাবে।’



from Uttarbanga Sambad http://ift.tt/2oPbUPh

April 19, 2017 at 10:44PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top