হায়দরাবাদ, ১৯ এপ্রিল- কেন উইলিয়ামসন ও শিখর ধাওয়ানের জোড়া ফিফটিতে বড় সংগ্রহ পেয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯১ রান তুলেছে ডেভিড ওয়ার্নারের দল। জয়ের জন্য দিল্লির সামনে চ্যাম্পিয়নরা ছুড়ে দিয়েছে ১৯২ রানের লক্ষ্যমাত্রা। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা অবশ্য ভালো ছিল না হায়দরাবাদের। দলীয় ১২ রানের মাথায় ডেভিড ওয়ার্নারকে হারিয়ে ফেলে তারা। ৭ বলে ৪ রান করতেই সাজঘরে ফেরেন ওয়ার্নার। ক্রিস মরিসের বলে অমিত মিশ্রর হাতে ক্যাচ দিয়ে। মোহাম্মদ নবীর পরিবর্তে আজ একাদশে ফেরেন কেন উইলিয়ামসন। ফিরেই নিজের জাত চেনালেন কিউই অধিনায়ক। ওই মরিসের শিকারে পরিণত হওয়ার আগে খেলেছেন ৮৯ রানের ঝড়ো ইনিংস। তার ৫১ বলের ইনিংসটি সাজানো ৬টি চার ও ৫টি ছক্কায়। শিখর ধাওয়ান ও উইলিয়ামসন মিলে দ্বিতীয় উইকেটে ১৩৬ রানের জুটি গড়েছেন। শিখর ধাওয়ান থেমেছেন ৭০ রানে। মরিসের বলে অ্যাঞ্জেলো ম্যাথিউসের তালুবন্দী হয়ে। হায়দরাবাদ ওপেনারের ৫০ বলের ইনিংসটি সমৃদ্ধ ৭টি চার ও একটি ছক্কায়। যুবরাজ সিং নামের প্রতি সুবিচার করতে পারেননি। ৪ বলে ৩ রান করতেই মরিসের বলে সরাসরি বোল্ড। ময়েজেস হেনরিকস ১২ ও দিপক হুদা ৯ রানে অপরাজিত থাকেন। দিল্লির পক্ষে একমাত্র উইকেট শিকারী মরিস। ৪ ওভারে ২৬ রান দিয়ে পকেটে পুরেছেন ৪ উইকেট। আর/১০:১৪/১৯ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2pCr9xG
April 20, 2017 at 04:46AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top