কলম্বিয়ায় কাদাস্রোতে চাপা পড়ে মৃত ২০৬

বোগোটা, ২ এপ্রিলঃ দক্ষিণ আমেরিকার আমাজন অববাহিকায় বিগত কয়েকদিনের বৃষ্টিতে বানভাসি কলম্বিয়া, পেরু, ইকুয়েডরের অসংখ্য মানুষ। বন্যার ধাক্কা সামলাতে না সামলাতেই বোগেটার মোকোয়াতে শুরু হয় কাদাস্রোত। দূর্ধর্ষ গতিতে ধেয়ে আসা কাদাস্রোতে চাপা পড়েছেন কমপক্ষে ২০৬ জন। শুক্রবার থেকে শুরু হওয়া কাদাস্রোত শনিবারও থামেনি। এখনও পর্যন্ত পাওয়া খবরে মৃত কমপক্ষে ২০৬, বিধ্বস্ত ২০২, নিখোঁজের সংখ্যা ২২০। দূর্গতদের উদ্ধারে নেমেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। বিধ্বস্ত মোকোয়া পরিদর্শন করেন কলোম্বিয়ার প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল সান্তোস।

বিপুল বৃষ্টির সঙ্গে মোকোয়া তার শাখানদী ও উপনদীর জলস্তর বৃদ্ধিই এই কাদাস্রোতের কারণ বলে জানিয়েছে ন্যশনাল ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট ইউনিটের অধিকর্তা।



from Uttarbanga Sambad http://ift.tt/2ntPykh

April 02, 2017 at 10:05PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top