নিজস্ব প্রতিবেদক ● ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৩৬তম অ্যাসেম্বলি অনুষ্ঠিত হচ্ছে ঢাকায়। এ সম্মেলনের কর্মসূচির অংশ হিসেবে বিশ্বের ১৩১টি দেশের ৬৫০ জন সংসদ সদস্য, ৫৩ জন স্পিকার, ডেপুটি স্পিকার, ২০৯ জন নারী পার্লামেন্টারিয়ানসহ ১ হাজার ৩৪৮ জন প্রতিনিধি ৫ এপ্রিল বুধবার কুমিল্লার ময়নামতি জাদুঘর ও শালবন বিহার ভ্রমণে আসবেন।
এ কর্মসূচির সফল বাস্তবায়নে কোটবাড়ি এলাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে থাকবে এবং ১৪৪ ধারা জারি থাকায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণে থাকবে।
এদিকে এ ভ্রমণ উপলক্ষে বুধবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সকল ধরণের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।
উপাচার্যের বিশেষ ক্ষমতা বলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) এক দিনের বিশেষ ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে বুধবার বন্ধ থাকবে বিশ্ববিদ্যালয়ের সকল ধরণের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে ছুটির বিষয়টি জানানো হয়।
from Comillar Barta™ http://ift.tt/2o5IEpc
April 04, 2017 at 07:38PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন