বিশ্বনাথে জেলা পরিষদের সদস্য পদের নির্বাচনে কে কত ভোট পেলেন

photo (2)

মো. আবুল কাশেম, বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেট জেলা পরিষদের (৯নং ওয়ার্ড) বিশ্বনাথ উপজেলার স্থগিতকৃত সদস্য (পুরুষ) নির্বাচন সুষ্ট ভাবে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার ভোটকেন্দ্র রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয়ে উপজেলার ৮টি ইউনয়নের জনপ্রতিনিধিরা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। উপজেলার ৮টি ইউনিয়ন নিয়ে জেলা পরিষদের ৯নং ওয়ার্ড গঠিত। ভোটার ১০৭জনের মধ্যে কাষ্ট হয়েছে ১০৩টি। ৯নং ওয়ার্ড থেকে পুরুষ সদস্য পদে ৭জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দীতা করেন।

নির্বাচনে কে কত ভোট পেলেন। নির্বাচন কমিশন সূত্রে প্রাপ্ত ফলাফল অনুযায়ী এ নির্বাচনে সহল আল-রাজি চৌধুরী (পাখা প্রতিক) নিয়ে ৫৫ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ময়নুল হক (হাতি প্রতিক) নিয়ে ১৫ ভোট পেয়েছেন, আওয়ামী লীগ নেতা কিনু মিয়া (অটোরিকশা প্রতিক) নিয়ে ১৪ ভোট পেয়েছেন, উপজেলা যুবলীগ নেতা আবুল কাহার (ক্রিকেট ব্যাট প্রতিক) নিয়ে ৭ ভোট পেয়েছেন, বিশ্বনাথ পাক্ষিক বার্তা সম্পাদক মোসাদ্দিক হোসেন সাজুল (টিউবওয়েল প্রতিক) নিয়ে ৫ ভোট পেয়েছেন, উপজেলার দেওকলস ইউপির সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ফখরুল আহমদ মতছিন (তালা প্রতিক) নিয়ে ৪ ভোট পেয়েছেন, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু (ঘুড়ি প্রতিক) নিয়ে ৩ ভোট পেয়েছেন।



from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2qfyAXT

May 23, 2017 at 05:15PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top