সীমান্তে পাক চৌকি গুড়িয়ে পাল্টা জবাব ভারতীয় সেনার

নৌশেরা, ২৩ মেঃ পাকিস্তানকে কড়া জবাব ভারতের। কাশ্মীরের নৌসেরা সেক্টরে ভারতীয় সেনাবাহিনী পাক সেনা চৌকি গুড়িয়ে দিয়েছে। একটি সাংবাদিক বৈঠকে ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে প্রকাশ করা হয় ২৪ সেকেন্ডের একটি ভিডিও। দাবি করা হয় বেশ কয়েকটি পাক সেনা চৌকি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সেখানে স্পষ্ট দেখা গিয়েছে ১০ থেকে ১২টি গোলাবর্ষণ করে ভারতীয় সেনা। ধুলিস্যাৎ হয়ে যায় ৪-৫টি পাক চৌকি।

সেনাবাহিনীর তরফে মেজর জেনারেল অশোক নারুলা জানান, নৌশেরায় পাক সেনার চৌকিগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারতীয় সেনাবাহিনী নিয়ন্ত্রণ রেখায় তাদের প্রাধান্য কায়েম করেছে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, মে মাসেই পাক বাহিনীর হাতে ভারতীয় জওয়ানদের মুণ্ডচ্ছেদের ঘটনার পর থেকেই ভরতের তরফে জানানো হয়, সময় হলে এর যোগ্য জবাব দেওয়া হবে। এরই ছোট প্রতিফলন দেখা গেল আজকের এই ভিডিও ক্লিপিংসে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2qRCZ5w

May 23, 2017 at 05:04PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top