কলকাতা, ২০ মে- বাংলা সঙ্গীতে বিশেষ অবদানের জন্য রবীন্দ্র সঙ্গীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যাকে ২০১৭ সালের বঙ্গভূষণ পুরস্কারে সম্মানিত করলো পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। আজ সন্ধ্যায় দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চে এক জমকালো অনুষ্ঠানে তাকে এই সম্মান জানানো হয়। বন্যার হাতে এই সম্মাননা তুলে দেন পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধায়। বন্যাকে সম্বোধন করে অনুষ্ঠানের ঘোষিকা রিনি সেন বলেন, এপার বাংলা ওপার বাংলা-যাঁর কন্ঠ সঙ্গীতে রবীন্দ্র সঙ্গীত মূর্ত হয়ে ওঠে সেই শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যাকে এই সম্মাননা প্রদান করে আমরা গর্বিত। রেজওয়ানা চৌধুরী বন্যার পাশাপাশি বঙ্গভূষণ পুরস্কার পান লোকসঙ্গীত শিল্পী খিজমত ফকির, রাভা লোকনৃত্য শিল্পী গণৎ রাভা, যাত্রাশিল্পী চপল ভাদুরী, লোকশিল্পী লক্ষণ দাস বাউল, চিকিৎসক অভিজিৎ চৌধুরী। মমতা ব্যনার্জি জানান, আজকের এই দিনটা আমাদের কাছে খুবই ঐতিহাসিক ও স্মরণীয় দিন। ২০১১ সালের ২০ মে আমাদের মা-মাটি-মানুষের সরকার শপথ গ্রহণ করেছিল, তাই এই দিনটিতে আমরা বাংলা বিশিষ্ট মানুষদের বঙ্গবিভূষণ ও বঙ্গভূষণ সম্মান দিয়ে থাকি। এটা আমাদের সরকারের সর্বোচ্চ পুরস্কার। এই সম্মান একটা বড় সম্মান। হয়তো আমরা গরিব হতে পারি, বা আমাদের সব সামর্থ নাও থাকতে পারে কিন্তু সম্মান জানানোর সার্থকতা যা মানুষকে মহান করে, পবিত্র করে, সুন্দর করে-তার বিকল্প অর্থ দিয়ে হতে পারে না। উল্লেখ্য, ক্ষমতায় আসার পর ২০১২ সাল থেকে সমাজে বিশেষ অবদানের জন্য বিশিষ্ট ব্যক্তিদের এই সর্বোচ্চ সম্মাননা দিয়ে আসছে তৃণমূল কংগ্রেসের সরকার। সর্বপ্রথম এই পুরস্কার পান বিশিষ্ট নৃত্যশিল্পী অমলা শঙ্কর। ২০১৫ সালে মরণোত্তর বঙ্গবিভূষণ পুরস্কার দেওয়া হয়েছিল নজরুলগীতি শিল্পী প্রয়াত ফিরোজা বেগমকে। আর/১০:১৪/২০ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2qIFHKm
May 21, 2017 at 05:31AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top