চাঁপাইনবাবগঞ্জে পিটিআই বস্তি বাসীর আয়োজনে মাদক, জঙ্গি ও সন্ত্রাস বিরোধী মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পিটিআই সংলগ্ন বিশ্বরোড এলাকায় ঘন্টাব্যাপী চলাকারে মানববন্ধনে বক্তব্য রাখেন, বস্তিবাসী গ্রাম সংগঠনের সাধারণ সম্পাদক মাসুদ রানা, পিটিআই বস্তির প্রাম প্রধান মোজ্জামেল হক, কালুম-ল, আসলাম, মাসুদুর রহামান (মাসুদ), আব্দুস সালাম, শিমু, আফসানা খাতুন, সুলেখা খাতুন।
মানববন্ধনে বক্তারা বলেন, ইসলাম ধর্ম হচ্ছে শান্তির ধর্ম। এই ধর্মে কখন মাদক,জঙ্গী ও সন্ত্রাস কে সর্মথন করে না। কিন্তু কিছু বিপদগামী ব্যাক্তি ইসলামের নাম ভাঙ্গিয়ে ইসলাম ধর্মকে কুলসিত করছে, দেশকে অস্থিতিশীল কওে তুলছে ও সাধারন মানুষকে করছে ভীত গ্রস্থ আতংকিত করছে। সমাজে তাদের স্থান কোন স্থান নেই। মানববন্ধনে পিটিআই এলাকার সাধারন মানুষ সংঘতি প্রকাশ করে আগামীতে মাদক, জঙ্গী ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ জানান।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২০-০৫-১৭
মানববন্ধনে বক্তারা বলেন, ইসলাম ধর্ম হচ্ছে শান্তির ধর্ম। এই ধর্মে কখন মাদক,জঙ্গী ও সন্ত্রাস কে সর্মথন করে না। কিন্তু কিছু বিপদগামী ব্যাক্তি ইসলামের নাম ভাঙ্গিয়ে ইসলাম ধর্মকে কুলসিত করছে, দেশকে অস্থিতিশীল কওে তুলছে ও সাধারন মানুষকে করছে ভীত গ্রস্থ আতংকিত করছে। সমাজে তাদের স্থান কোন স্থান নেই। মানববন্ধনে পিটিআই এলাকার সাধারন মানুষ সংঘতি প্রকাশ করে আগামীতে মাদক, জঙ্গী ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ জানান।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২০-০৫-১৭
from Chapainawabganjnews http://ift.tt/2rDuTfN
May 20, 2017 at 12:11PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন