শেষপর্বের প্রস্তুতি কালিম্পংয়ে

কালিম্পং, ১৩ মেঃ কালিম্পং পুরসভার ভোটে এবার হতে চলেছে হাড্ডাহাড্ডি লড়াই। জন আন্দোলন পার্টি (জাপ), তৃণমূল কংগ্রেস অথবা মোর্চা কেউ কাউকে এক ইঞ্চিও জমি ছাড়তে রাজি নয়। একদিকে তৃণমূল দাবি করছে এবারের ভোট হবে উন্নয়নের নিরিখে। অন্যদিকে সুশাসন ও উন্নয়নের কথা বলছে জন আন্দোলন পার্টি। মোর্চার দাবি, দলে কোনোরকম দূর্নীতি হয়নি। আবার মোর্চা এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে টাকা বিলির অভিযোগ তুলেছেন হরকা বাহাদুর ছেত্রী।

উল্লেখ্য, রবিবার ২৩টি আসনে ভোট হবে কালিম্পংয়ে। মোট ভোটদাতা ৩৬৬০১। মোট বুথ ৭৬টি। আজ প্রতিটি এলাকায় রয়েছে পুলিশি নজরদারি।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2pIlwdq

May 13, 2017 at 05:34PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top