এইচটিসির আকর্ষণীয় স্মার্টফোন ‘ওয়ান এক্স১০’

fপ্রযুক্তি ডেস্ক::তাইওয়ানের প্রযুক্তি প্রতিষ্ঠান এইচটিসি ‘ওয়ান এক্স১০’ মডেলের একটি স্মার্টফোন বাজারে নিয়ে এসেছে। ব্যাটারির দিক থেকে  এ ফোনটি খুব শক্তিশালী। দ্য ভার্জ জানাচ্ছে এ-সংক্রান্ত খবর।

৪০০০ এমএএইচ ক্ষমতার ব্যাটারির এই  স্মার্টফোনটিতে একবার চার্জ দিলে একনাগাড়ে দুদিন ব্যবহার করা যাবে। টানা এক হাজার ২০০ গান শুনলেও শেষ হবে না ওয়ান এক্স১০-এর ব্যাটারি, দাবি এই প্রতিষ্ঠানটির। এইচটিসির অন্য সব স্মার্টফোন থেকে অন্তত ৩০ শতাংশ বেশি সময় চার্জ থাকবে নতুন স্মার্টফোনে।

৫.৫ ইঞ্চি পর্দার ১০৮০পি এইচডি পর্দার স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও পি১০ প্রসেসর। ৩ জিবি র‍্যাম ও ৩২ জিবি স্টোরেজ থাকছে ওয়ান এক্স১০-এ।

১৬ মেগাপিক্সেল অটোফোকাস এফ/২.০ অ্যাপার্চারের ক্যামেরা আছে স্মার্টফোনটিতে। স্বল্প আলোতে ছবি তোলা এবং ভিডিও তোলার ক্ষেত্রে বেশ পারদর্শী। অন্যদিকে ৮ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল এফ/২.২ অ্যাপার্চারের সেলফি ক্যামেরা যুক্ত থাকছে এইচটিসির এই ফোনে।

ওয়ান এক্স১০-এ আছে ফিংগার প্রিন্ট স্ক্যানার। থাকছে ডুয়েল সিম ব্যবহারের সুবিধা।



from যুক্তরাজ্য ও ইউরোপ – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2pKueZr

May 14, 2017 at 12:14PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top