রায়গঞ্জ পুরভোটকে কেন্দ্র করে উত্তেজনা, গুলিবিদ্ধ দুই

রায়গঞ্জ, ১৪ মেঃ রায়গঞ্জ শহরের ৭ নম্বর ওয়ার্ডের ভোট কেন্দ্রের সামনে ১৮ রাউন্ড গুলি ছোড়ার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এছাড়া বিজেপি প্রার্থীর এজেন্টকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়ে মারধোর করা হয় বলে অভিযোগ। দুষ্কৃতীদের গুলিতে দুজন ভোটার আহত হয়েছেন বলে জানা গিয়েছে। তাদের রায়গঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই ভোটকেন্দ্রেই একজন মহিলাকে বেধড়ক মারধোর করে দুষ্কৃতীরা। তাকেও আশঙ্কাজনক অবস্থায় রায়গঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরপরই রায়গঞ্জ থানার পুলিশ আধিকারিকরা এলাকায় যায়। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয় ভোটাররা। রায়গঞ্জ থানার আইসির নেতৃত্বে র‍্যাফ গিয়ে বিক্ষোভকারীদের হটিয়ে দেয়। এই ঘটনার জেরে ওই ভোটগ্ৰহন কেন্দ্রে প্রায় আধঘণ্টা ভোট বন্ধ থাকে। এরপর ঘটনার স্থলে পর্যবেক্ষক গিয়ে ভোটগ্রহণ চালু করেন। একের পর এক বোমা ও গুলির ঘটনায় আতঙ্কিত রায়গঞ্জ শহরের  মানুষ।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2qg5aMB

May 14, 2017 at 12:07PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top