পাক হাই কমিশনারকে তলব ভারত সরকারের

নয়াদিল্লি, ৩ মেঃ যুদ্ধবিরতি লঙ্ঘন করে সীমান্ত পেরিয়ে ১ মে দুই ভারতীয় সেনার মুণ্ডচ্ছেদের ঘটনায় পাক হাই কমিশনার আব্দুল বাসিতকে তলব করল ভারত। বুধবার বিদেশ সচিব এস জয়শঙ্কর পাক হাইকমিশনের আব্দুল বাসিতকে ডেকে পাঠানো হয়।

আজ দুপুরে রাইসিনা হিলসে বিদেশমন্ত্রকের হেডকোয়ার্টারে যান বাসিত। সংবাদমাধ্যমকে এড়িয়ে যান তিনি।

ভারতীয় জওয়ানদের ওপর ওই বর্বরোচিত হামলায় ভারতের কঠোর মনোভাব পাক দূতকে জানানো হয়েছে।

উল্লেখ্য, দুই সৈন্যকে মেরে তাদের মুণ্ডচ্ছেদ করার অভিযোগ আগেই অস্বীকার করেছে পাকিস্তান। এ ব্যাপারে ভারতের কাছ থেকে উপযুক্ত প্রমাণ চেয়েছে পাক সরকার।

এদিন পাকিস্থানকে ভারতের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়। সেখানে বলা হয়, কৃষ্ণাঘাঁটি সেক্টরে পাকিস্থানের বিরুদ্ধে ভারতের সেনা জওয়ানদের ওপর পাকিস্থানের বর্বোরোচিত আক্রমণের যথেষ্ট প্রমাণ আছে ভারতের কাছে। সেখানে ভারতীয় জওয়ানদের ওপর প্রথমে গুলি চালানো হয় এবং পরে সীমান্ত পেরিয়ে তাদের মুণ্ডচ্ছেদ করার প্রমাণও মিলেছে। জওয়ানদের থেকে সংগৃহীত রক্তেন নমুনা ও রোজা নালায় রক্তের দাগই বলে দিচ্ছে হত্যাকারী এলওসি পেরিয়ে এসে পুনরায় পাকিস্থানে ফিরে গিয়েছে। ভারত সরকারের দাবি, এই জঘন্যতম কাজের জন্য যারা দায়ী, সেসকল পাক সেনা ও কমান্ডারদের বিরুদ্ধে অবিলম্বে উপযুক্ত ব্যবস্থা নিক পাক সরকার।



from Uttarbanga Sambad http://ift.tt/2qyddTd

May 03, 2017 at 07:01PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top