হায়দরাবাদ, ০৩ মে- বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল বর্তমানে অবস্থান করছে সাসেক্সে। অপরদিকে জনপ্রিয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দশম আসরে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলায় এখন পর্যন্ত দলের সাথে যোগ দিতে পারেননি কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। তবে খুব শীঘ্রই জাতীয় দলের সাথে যোগ দিতে যাচ্ছেন মোস্তাফিজ। আইপিএল পর্ব শেষ করে আজ বুধবার দেশে ফিরছেন তিনি। জাতীয় দলের সাথে কন্ডিশনিং ক্যাম্পে যুক্ত হতে আগামীকাল ইংল্যান্ডের উদ্দেশে বিমান চেপে বসবেন এ বিস্ময় বালক। আইপিএলের গত আসরে চোখ ধাঁধানো পারফরম্যান্স করলেও এবার নিজেকে মেলে ধরতে পারেননি মোস্তাফিজ। অবশ্য নিজেকে প্রমাণ করার সুযোগও মিলেনি তরুণ প্রতিভাবান বাঁ-হাতি পেসারের। লম্বা যাত্রার পর হায়দরাবাদে পৌঁছানোর পরদিনই মাঠে নেমে ছিলেন মোস্তাফিজ। তবে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি। ঐ ম্যাচে খরুচে বোলিংয়ের খেসারত হিসেবে ও টিম কম্বিনেশনের জন্য আর কোন ম্যাচে মাঠে নামতে পারেননি মোস্তাফিজ। তাই এবার খালি হাতেই দেশে ফিরতে হচ্ছে জাতীয় দলের আগামী দিনের সম্ভাবনাময়ী এ পেসারকে। তবে খেলার সুযোগ না পাওয়া নিয়ে মোটেও হতাশ নন তিনি। আজ ঢাকায় পৌঁছানোর পর আগামীকাল আবার ইংল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়বেন তিনি। তার সাথে এ যাত্রায় যুক্ত হতে পারেন স্ত্রীর অসুস্থতার খবরে দেশে ফিরে আসা মাশরাফি মুর্তজা ও সাকিব আল হাসান। উল্লেখ্য, আইপিএল পর্ব শেষে সরাসরি ভারত থেকে ইংল্যান্ডের পথে পাড়ি দেওয়ার কথা থাকলেও ছোট বোন জান্নাতুল ফেরদৌস রিতুর বাগদান অনুষ্ঠানে যোগ দিতে ৪ঠা মে ঢাকায় আসছেন সাকিব। আর/১৭:১৪/০৩ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2p8meBq
May 04, 2017 at 12:52AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top