মুম্বাই, ০৩ মে- একটা সময়ে সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড সুপার স্টার প্রিয়াঙ্কা চোপরা তার গায়ের শ্যামলা রঙ নিয়ে হীনম্মন্যতায় ভুগতেন। এজন্য তিনি রং ফর্সাকারী ক্রিম বিস্তর গায়ে মেখেছেন। হলিউডে আলো ছড়াতে থাকা ৩৪ বছর বয়সী এই কৃষ্ণকলি জানিয়েছেন, নিজের ত্বকের রঙ নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগতেন তিনি। তবে এখন ওসব ধ্যানধারণা বাদ দিয়েছেন। নিজের গায়ের রঙ নিয়ে গর্ব হয় তার এবং শ্যামলা-কালো বরণেই তিনি সুখী। কালো মেয়েদের মনোকষ্ট সম্পর্কে প্রিয়াঙ্কা ওরফে পিসি বলেন, গায়ের রং শ্যামলা বা কালো এমন মেয়েদের এমন কথা হরদম শুনতে হয়- আহ হা, চুক চুক, সে তো কালো! বাজে ব্যাপার, তার জন্য তো সমস্যাই হবে রে! প্রিয়াঙ্কা আরও বলেন, ভারতে ত্বক ফর্সাকারী ক্রিমের বিজ্ঞাপনে বলা হয়, এক সপ্তাহে আপানার রঙ ফর্সা হয়ে যাবে। একথা শুনে আমিও এসব ব্যবহার করেছি (যখন খুব ছোট ছিলাম)। বলিউডে জংলি বিল্লি হিসেবে খ্যাত পিসি আরও বলেন, বছর বিশেকের কোঠায় থাকা অবস্থায় আমি ত্বক ফর্সাকারী একটি ক্রিমের বিজ্ঞাপনে অভিনয় করেছিলাম। ওই বিজ্ঞাপনে ত্বকের রঙ নিয়ে একটি মেয়ের মনের নিরাপত্তাহীনতা ফুটিয়ে তুলেছিলাম। কিন্তু পরে বিজ্ঞাপনটি দেখে তিনি আহত হন বলে জানান। তখনকার মানসিক অবস্থার কথা বলতে গিয়ে তিনি বলেন, আয় হায়! আমি এটা কী করেছি? এরপর থেকে আমি নিজে দেখতে যেমন তা নিয়ে গর্বিত হতে শিখলাম। সত্যিকারার্থেই আমি আমার ত্বকের শ্যামাবরণকে পছন্দ করি। হলিউডের হাল আমলের বেওয়াচ তারকা প্রিয়াঙ্কা এ প্রসঙ্গে তার স্কুল জীবনের অস্বস্তিকর অভিজ্ঞাতাও তুলে ধরেন। ছোট্ট খুকি থাকার ওই বয়সটায় গায়ের রঙের জন্য অনেক বাজে কথা শুনতে হয়েছে তাকে। তার মতে, গায়ের রঙ নিয়ে এমন আচরণ তারাই করে যারা সত্যিকারার্থে নিজে আসলে কে- তা প্রকাশে ভীত থাকে। গ্ল্যামার ম্যাগাজিনের সাম্প্রতিক সংখ্যায় এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেছেন। আর/১৭:১৪/০৩ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2pXRDur
May 04, 2017 at 12:56AM
03 May 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top