আন্তঃনগর ট্রেনের দাবিতে যুবলীগের বিক্ষোভ সমাবেশ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিশ্রুত চাঁপাইনবাবগঞ্জ থেকে সরাসরি আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবলীগের উদ্যোগে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সমানে সমাবেশে মিলিত হয়। জেলা যুবলীগের সভাপতি মাসিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শহীদুল হুদা অলক, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন লালু। বক্তারা বলেন, চাঁপাইনবাবগঞ্জের মানুষের দীর্ঘ দিনের দাবির প্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১১ সালে চাঁপাইনবাবগঞ্জ থেকে সরাসরি আন্তঃনগর ট্রেন চালুর প্রতিশ্রুতি দিয়েছিলেন। এ সময়ের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রেলপথ সংস্কার, আমনুরা রেলওয়ে জংশনে বাইপাশ রেলপথ নির্মাণ ও আধুনিক রেল স্টেশন নির্মাণ হলেও প্রধানমন্ত্রী প্রতিশ্রুত সরাসরি আন্তঃনগর ট্রেন চালু হয়নি। বক্তারা দ্রুত প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবি জানান।
পরে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকের মাধ্যমে রেলমন্ত্রী বরাবলে স্মারকলিপি প্রদান করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৯-০৫-১৭


from Chapainawabganjnews http://ift.tt/2qNABPJ

May 09, 2017 at 06:17PM
09 May 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top