হায়দরাবাদ, ০৯ মে- মোস্তাফিজ শুধু একটা নামই নয়। সমগ্র বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের মনে কাটার মাস্টার হিসেবে নিজের জায়গা করে নিয়েছেন এই তরুণ বাহাতি পেসার। সেই সাথে গত আইপিএল এর আসরে সমগ্র বিশ্বের মানুষের কাছে নিজের জাত চিনিয়েছেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস আর হঠাৎ করেই ইঞ্জুরির কারণে চলে যান মাঠের বাইরে। ইঞ্জুরির ব্যথার থেকে মাঠে না খেলতে পারার ব্যথাটাই ছিল বেশী। মাঠে ফিরে আসার জন্য ছিল সর্বোচ্চ চেষ্টা। কিন্তু ব্যক্তি মোস্তাফিজ মাঠে ফিরলেও ফেরেনি সকলের পরিচিত সেই কাটার মাস্টার। বোলিং এই দেখা মিলেনি সেই ব্যতিক্রমী সব বোলিং নৈপুণ্যের। নিজের জায়গা থেকে সবরকম চেষ্টাই করে গেছেন কাটার মাস্টার মোস্তাফিজ। জাতীয় দলের পাশাপাশি এবারের আইপিএল আসরেও তেমন জ্বলে উঠতে পারেননি এই তরুণ বোলার। আসরে তাঁর দল সানরাইজার্স হায়দরাবাদ এর হয়ে মাত্র একটি ম্যাচ খেলেন। আর সেই ম্যাচে সুবিধা না করতে পারায় তাকে মাঠের বাইরেই থাকতে হয়। কিন্তু এবার বাংলাদেশি বাঁ-হাতি পেসারকে খুঁজলেন ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাস্কার। তার মতে, নবী-রশিদরা থাকলেও অভিজ্ঞতার জোরে সানরাইজার্স হায়দরাবাদের একাদশে মুস্তাফিজের থাকা উচিত ছিলো। চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) একটিমাত্র ম্যাচ খেলেছেন মুস্তাফিজুর রহমান। সেখানে ২.৪ ওভার বল করে ৩৪ রান করে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি আগের আসরে একই দলের হয়ে সেরা উদীয়মান ক্রিকেটার নির্বাচিত হওয়া এই পেসার। ওই একটি ম্যাচই খেলেছেন মুস্তাফিজ। পরের ম্যাচগুলোতে মাঠের বাইরেই সময় কাটাতে হয়েছে তাকে। তবে গাভাস্কারের মতে, মুস্তাফিজকে একাদশে রাখতে পারতেন কোচ টম মুডি। সেক্ষেত্রে কমলা-কালো জার্সিধারীদের সক্ষমতা বাড়তো বৈ কমতো না। একই সঙ্গে মুস্তাফিজকে দলে না রাখার ব্যাপারটিও ব্যাখ্যা করলেন সাবেক ভারতীয় এই অধিনায়ক। সম্প্রতি আইপিএল নিয়ে আয়োজিত সনি সিক্সের প্রতিদিনের আলোচনা অনুষ্ঠান এক্সট্রা ইনিংস অনুষ্ঠানে তিনি বলেন, হায়দরাবাদের অন্যান্য বিদেশি বোলাররা ভালো করছেন বলেই হয়তো মুস্তাফিজুরকে খেলায়নি। কারণ, তাদের হাতে ছিল নতুন বলের তিনজন বোলার। তারা ভেবেছে, এরাই কাজটা করতে পারবে। তাছাড়া তাদের রশিদ খান আছে। এ কারণেই হয়তো ওরা আরেকজন বোলার বেছে নিতে গিয়ে মোহাম্মদ নবীকে বেছে নিয়েছে, যে কিনা অফ স্পিনার। রশিদ লেগ স্পিনার, নবী অফ স্পিনার, এতে বৈচিত্র্য আসে বোলিং আক্রমণে। তারপরই বললেন, তবু আমি মনে করি টুর্নামেন্টের এই পর্যায়ে এসে, যখন আপনাকে পরের রাউন্ডে যাওয়ার জন্য লড়তে হচ্ছে, দলের সেরা একাদশটাই আপনাকে বেছে নিতে হবে। আমি বলছি না নবী ভালো নয়, কিন্তু আপনার তুলনামূলক বেশি অভিজ্ঞ কাউকেই দলে নেওয়া উচিত। যেটা মুস্তাফিজুরের আছে। অনেক দরকার ছিল এই বালককে। আর/১৭:১৪/০৯ মেহায়দরাবাদ, ০৯ মে- মোস্তাফিজ শুধু একটা নামই নয়। সমগ্র বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের মনে কাটার মাস্টার হিসেবে নিজের জায়গা করে নিয়েছেন এই তরুণ বাহাতি পেসার। সেই সাথে গত আইপিএল এর আসরে সমগ্র বিশ্বের মানুষের কাছে নিজের জাত চিনিয়েছেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস আর হঠাৎ করেই ইঞ্জুরির কারণে চলে যান মাঠের বাইরে। ইঞ্জুরির ব্যথার থেকে মাঠে না খেলতে পারার ব্যথাটাই ছিল বেশী। মাঠে ফিরে আসার জন্য ছিল সর্বোচ্চ চেষ্টা। কিন্তু ব্যক্তি মোস্তাফিজ মাঠে ফিরলেও ফেরেনি সকলের পরিচিত সেই কাটার মাস্টার। বোলিং এই দেখা মিলেনি সেই ব্যতিক্রমী সব বোলিং নৈপুণ্যের। নিজের জায়গা থেকে সবরকম চেষ্টাই করে গেছেন কাটার মাস্টার মোস্তাফিজ। জাতীয় দলের পাশাপাশি এবারের আইপিএল আসরেও তেমন জ্বলে উঠতে পারেননি এই তরুণ বোলার। আসরে তাঁর দল সানরাইজার্স হায়দরাবাদ এর হয়ে মাত্র একটি ম্যাচ খেলেন। আর সেই ম্যাচে সুবিধা না করতে পারায় তাকে মাঠের বাইরেই থাকতে হয়। কিন্তু এবার বাংলাদেশি বাঁ-হাতি পেসারকে খুঁজলেন ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাস্কার। তার মতে, নবী-রশিদরা থাকলেও অভিজ্ঞতার জোরে সানরাইজার্স হায়দরাবাদের একাদশে মুস্তাফিজের থাকা উচিত ছিলো। চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) একটিমাত্র ম্যাচ খেলেছেন মুস্তাফিজুর রহমান। সেখানে ২.৪ ওভার বল করে ৩৪ রান করে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি আগের আসরে একই দলের হয়ে সেরা উদীয়মান ক্রিকেটার নির্বাচিত হওয়া এই পেসার। ওই একটি ম্যাচই খেলেছেন মুস্তাফিজ। পরের ম্যাচগুলোতে মাঠের বাইরেই সময় কাটাতে হয়েছে তাকে। তবে গাভাস্কারের মতে, মুস্তাফিজকে একাদশে রাখতে পারতেন কোচ টম মুডি। সেক্ষেত্রে কমলা-কালো জার্সিধারীদের সক্ষমতা বাড়তো বৈ কমতো না। একই সঙ্গে মুস্তাফিজকে দলে না রাখার ব্যাপারটিও ব্যাখ্যা করলেন সাবেক ভারতীয় এই অধিনায়ক। সম্প্রতি আইপিএল নিয়ে আয়োজিত সনি সিক্সের প্রতিদিনের আলোচনা অনুষ্ঠান এক্সট্রা ইনিংস অনুষ্ঠানে তিনি বলেন, হায়দরাবাদের অন্যান্য বিদেশি বোলাররা ভালো করছেন বলেই হয়তো মুস্তাফিজুরকে খেলায়নি। কারণ, তাদের হাতে ছিল নতুন বলের তিনজন বোলার। তারা ভেবেছে, এরাই কাজটা করতে পারবে। তাছাড়া তাদের রশিদ খান আছে। এ কারণেই হয়তো ওরা আরেকজন বোলার বেছে নিতে গিয়ে মোহাম্মদ নবীকে বেছে নিয়েছে, যে কিনা অফ স্পিনার। রশিদ লেগ স্পিনার, নবী অফ স্পিনার, এতে বৈচিত্র্য আসে বোলিং আক্রমণে। তারপরই বললেন, তবু আমি মনে করি টুর্নামেন্টের এই পর্যায়ে এসে, যখন আপনাকে পরের রাউন্ডে যাওয়ার জন্য লড়তে হচ্ছে, দলের সেরা একাদশটাই আপনাকে বেছে নিতে হবে। আমি বলছি না নবী ভালো নয়, কিন্তু আপনার তুলনামূলক বেশি অভিজ্ঞ কাউকেই দলে নেওয়া উচিত। যেটা মুস্তাফিজুরের আছে। অনেক দরকার ছিল এই বালককে। আর/১৭:১৪/০৯ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2qmpwoJ
May 09, 2017 at 11:58PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top