বিশ্বনাথে বাসিয়া নদীর দুই তীরে উচ্ছেদের নোটিশ

????????????????????????????????????

বিশ্বনাথ (সিলেট ) প্রতিনিধি :: বহু জল্পনা-কল্পনা ধারাবাহিক আন্দোলনের পর দখলে দুষণে মরা খালে পরিনত সিলেটের বিশ্বনাথের কৃষক কুলের প্রাণ বাসিয়া নদীর দুই তীরে গড়ে উঠা উচ্ছেদের সিন্ধান্ত গ্রহন করেছে প্রশাসন। গতকাল রোববার নদীর তীরে গড়ে উঠা ১৮৭ জন দোকান মালিকদের নোটিশ প্রদান করা হয়েছে।

নোটিশ প্রাপ্তির ১৫দিনের মধ্যে সেচ্ছায় তাদের অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে নোটিশে নির্দেশ প্রদান করা হয়। উক্ত সময়ের মধ্যে উচ্ছেদ না হলে অবৈধভাবে নির্মিত গৃহাদি ভেঙে অপসারণক্রমে বর্ণিত ভূমি খাস দখল করে সরকারি অথবা স্থানীয় কর্তৃপক্ষ বাজেয়াপ্ত করা হবে বলে নোটিশে উল্লেখ রয়েছে। এমন খবরে দখলদারদের মধ্যে আতংক বিরাজ করছে।

এব্যাপারে বাঁচাও বাসিয়া নদী ঐক্য পরিষদের আহবায়ক ফজল খান বলেন, অবৈধ স্থাপনা যতদিন পর্যন্ত উচ্ছেদ করা হবেনা ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। তবে আশাকরি এবার নদীর তীরে গেড় উঠা অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ হবে।

জানাগেছে, গত বছরের ২৫ শে আগষ্ট সিলেট জেলা প্রশাসক বরাবর খনন কাজে অবৈধ স্থাপনা বাঁধা হয়ে দাড়াবে উল্লেখ করে একটি আবেদন করেন সিলেটের পানি উন্নয়ন বোর্ডের নিবার্হী প্রকৌশলী সিরাজুল ইসলাম। এ আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসকের নির্দেশে ১৮৭জন অবৈধ দখলদারের তালিকা তৈরি করে উপজেলা প্রশাসন। তালিকা তৈরি করার পর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি উচ্ছেদ মামলা দায়ের করা হয়। মামলা নং ৪/২০১৭।

গত ৯ ফেব্রুয়ারী উপজেলার আইন শৃঙ্খলা কমিটির সভায় বিষয়টি উপস্থাপন করেন উপজেলা নির্বাহী অফিসার অমিতাভ পরাগ তালুকদার। পরে মামলাটি জেলা প্রশাসক কার্যালয়ে প্রেরণ করা হয়। গত ১৯ এপ্রিল জেলা প্রশাসক কার্যালয় (রাজস্ব শাখা) থেকে ১৮৭ জন অবৈধ দখলদারের বিরুদ্ধে চুড়ান্ত নোটিশ প্রদানের সিন্ধান্ত গৃহিত হয়।

এব্যাপারে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আবদুল হক বলেন, বাসিয়া নদীর দুই তীরের অবৈধভাবে দখলকৃত মালিকদের কাছে রোববার থেকে নোটিশ প্রেরন শুরু হয়েছে। তবে আগামী দুই দিনের মধ্যে ১৮৭জন অবৈধ দখলদারের কাছে নোটিশ পৌছে যাবে বলে তিনি জানান। নোটিশে ১৫দিনের মধ্যে সেচ্ছায় দখল মুক্ত করার নির্দেশ রয়েছে।



from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2qbfMZP

May 22, 2017 at 12:43PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top