টানা দ্বিতীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উ. কোরিয়া

fইউরোপ ::

উত্তর কোরিয়া আজ সোমবার মধ্যপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আইআরবিএম’র সফল পরীক্ষা চালিয়েছে। দেশটি টানা দ্বিতীয় দিন ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল এবং এ নিয়ে এক সপ্তাহের মধ্যে তৃতীয় দফা সফল ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল পিয়ংইয়ং।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি বা কেসিএনএ’র বরাত দিয়ে এ খবর দিয়েছে দক্ষিণ কোরিয়ার ইয়োনহ্যাপ সংবাদ সংস্থা। এতে বলা হয়েছে, উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের উপস্থিতিতে ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য পুকগুকসং-২ নামের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়েছে।

কেসিএনএ জানিয়েছে, এবারের পরীক্ষায় সাবমেরিন থেকে নিক্ষেপযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। কিম জং যুদ্ধে ব্যবহারের লক্ষ্যে এ ক্ষেপণাস্ত্র মোতায়েনের অনুমতি দিয়েছেন বলেও খবরে উল্লেখ করা হয়।

উত্তর কোরিয়া গতকাল যে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছিল তা প্রায় ৫০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে জাপান সাগরে পড়ে। অন্যদিকে, গত ১৪ মে পরীক্ষা করা মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্র ৭০০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছিল।

জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ক্ষেপণাস্ত্র পরীক্ষা অব্যাহত রেখেছে উত্তর কোরিয়া।



from যুক্তরাজ্য ও ইউরোপ – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2q81ryt

May 22, 2017 at 12:42PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top