টরন্টো, ১৭ মে- ডানফোর্থের এক্সেস পয়েন্ট এ প্রগ্রেসিভ অ্যাকশন ফর কমিউনিটি এমপাওয়ারমেন্ট (PACE/পেস ) ইয়র্ক উনিভার্সিটির অশগুড হল ল স্কুল, CLASP ও রেডিও মেট্রো মেইলের সাথে মিলে কমিউনিটিতে চাইল্ড এন্ড স্পাউস সংক্রান্ত আইনি বিষয়ে এক সেমিনারের আয়োজন করে। সেমিনারে মূল বক্তা ছিলেন মানবাধিকার ও ফ্যামিলি ল বিষয়ক আইনজীবী ও অশগুড হল ল স্কুল, ইয়র্ক ইউনিভার্সিটির ফ্যাকাল্টি সারা কুন্ । পেস এর সদস্য এবং কমুনিটি সদস্যের মধ্যে বিশেষ সচেতনতা তৈরীর লক্ষে এই সেমিনারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পেস এর সাধারণ সদস্য এবং বাংলাদেশী কমিউনিটির অনেক সদস্য উপস্থিত ছিলেন। প্রবাসজীবনের কঠিন বাস্তবতাকে সামনে রেখে এমন একটি সময়উপযোগী শিক্ষামূলক সেমিনার অনুষ্ঠানের জন্য সদস্যরা আয়োজকদের ধন্যবাদ জানান। অনুঠানের শুরুতে পেস এর নির্বাহী পরিচালক ইমামুল হক সেমিনারের উদ্দেশ্যে ব্যাখ্যা করে উপস্থিত সবাইকে সেমিনার সিরিজ বিষয়ে অবহিত করেন। পেশ এর সভাপতি জনাব আবু মহসিন সবাইকে স্বাগত জানিয়ে সেমিনার কার্যক্রম শুরু করেন। সেমিনারে স্পাউসল সাপর্ট কি, কে এই সাপর্ট পেতে পারেন, স্পাউসল সাপর্ট পেতে চাইলে কি কি বিষয় বিবেচনায় আনতে হবে, চাইল্ড সাপর্ট কি, চাইল্ড সাপর্টের বিভিন্ন ধরণ ও স্বামী-স্ত্রীর পারস্পরিক দায়িত্ব ও কর্তব্যসহ অন্যন্য আইনগত অধিকার সম্পর্কে বিস্তারিত জানানো হয়। উপস্থিত অতিথিদের সক্রিয় অংশগ্রহণে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সারা কুন্ । স্বামী স্ত্রী বা কমন লপার্টনারদের এইসব অধিকারসমূহ ও আইনি বিষয়ে প্রাথমিক ধারণা ও সচেতনতা পারিবারিক সংকটকালীন সময়ে জীবনকে সহজ করে সঠিক সিদ্ধান্ত নিতে বিশেষভাবে সাহায্য করে। পেস ও রেডিও মেট্রো মেইল এর চলমান আইনি সেমিনার সিরিজের প্রথম পাক্ষিকের শেষ সেমিনার ছিল চাইল্ড এন্ড স্পাউস সাপর্ট বিষয়ে। এর আগে গত তিন মাসে এই সিরিজের আওতায় ইমিগ্রেশন ও এমপ্লয়মেন্ট রাইটস , টেনান্ট রাইটস, ও ইমিগ্রেশন বিষয়ে ভিন্ন ভিন্ন তিনটি সেমিনার ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে Child and Spousal Support বিষয়ক বিশেষ একটি সেমিনার। পেস এর সাধারণ সদস্য ছাড়াও কমুনিটির নানান মানুষ এই সব সেমিনারে অংশগ্রহণ করেন। রেডিও মেট্রো মেইল, পেস ও অশগুড হল ল স্কুল, ইয়র্ক ইউনিভার্সিটির সাথে মিলে কমিউনিটি সদস্যদের বিভিন্ন আইনি অধিকার সহ উল্লেখিত বিষয়ে নিয়মিত রেডিও অনুষ্ঠান করবার পরিকল্পনা করেছে। পেস এর সহ সভাপতি জনাব গোলাম হিলালী সবাইকে ধন্যবাদ জানিয়ে সেমিনারের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন। বিস্তারিত তথ্যের জন্যে যোগাযোদ করুন : ইমামুল হক নির্বাহী পরিচালক , পেস +১- ৬৪৭-৭২০-৩৯৮৩, ইমেইল: emamul.haque@gmail.com PACE: www. pacecan.org Radio Metro Mail: www.themetromail.com আর/১০:১৪/১৭ মে
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2rreV8z
May 18, 2017 at 04:39AM
Home
»
বিশ্ব বাংলা
» পেস এবং রেডিও মেট্রো মেইলের এর উদ্যোগে চাইল্ড এন্ড স্পাউস সংক্রান্ত আইনি সেমিনার অনুষ্ঠিত
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন