দক্ষিণ চিন সাগরে চিনের রকেট লঞ্চার

বেজিং, ১৭ মেঃ প্রতিবেশী রাষ্ট্র ভিয়েতনামকে চাপে রাখতে বিতর্কিত দক্ষিণ চিন সাগরে রকেট লঞ্চার গড়ল চিন। দক্ষিণ চিন সাগর নিয়ে বিতর্ক থাকলেও সংশ্লিষ্ট অঞ্চলকে নিজের ভূখণ্ড বলে দাবি করে বেজিং।

দেশের সুরক্ষা সুনিশ্চিত করতেই চিনের এই তত্পরতা বলে স্পষ্ট করে দিয়েছে শি জিয়েনথিং প্রশাসন। শুধু চিনই নয়, দক্ষিণ চিন সাগর সংলগ্ন অঞ্চলকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে ভিয়েতনাম, ফিলিপিন্স, তাইওয়ান, ব্রুনেই ও মালয়েশিয়াও। সংশ্লিষ্ট অঞ্চলে চিন বেশি শক্তিধর হওয়ায় জোর খাটানো তার পক্ষে অনেক সহজ, এই অভিমত কূটনৈতিক মহলের। দক্ষিণ চিন সাগর আন্তর্জাতিক বাণিজ্যেরও জলপথ। একাধিক দেশের বাণিজ্য জাহাজ ওই জলপথে চলাচল করে। তাই ওই অঞ্চলে চিনের সামরিক শক্তিবৃদ্ধির কড়া সমালোচনা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2qsNcqR

May 17, 2017 at 10:23PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top