দূর্ঘটনাতেই মৃত্যু নেতাজির, জানাল কেন্দ্র

দিল্লি, ৩১ মেঃ তথ্য জানার আধিকার সংক্রান্ত আইনে নেতাজির অন্তর্ধানের কারণ জানতে চেয়ে একটি আবেদন জমা পড়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে। তার জবাবেই স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, ‘শাহনওয়াজ কমিটি, বিচারপতি জিডি খোসলা কমিশন এবং বিচারপতি মুখার্জি কমিশনের সমস্ত গবেষণা ও তথ্য বিচারের মাধ্যমে সরকার এই সিদ্ধান্তে পৌঁছেছে যে ১৯৪৫ সালের ১৮ অগাস্ট তাইওয়ান বিমান দুর্ঘটনাতেই মৃত্যু হয়েছিল নেতাজির।’ এই সিদ্ধান্তেই শিলমোহর দেয় কেন্দ্র সরকার।

স্বরাষ্ট্রমন্ত্রক আরও জানিয়েছে, ‘মুখার্জি কমিশনের ১১৪- ১২২ পাতায় গুমনামি বাবা ওরফে ভগবানজির সম্পর্কে তথ্য নিশ্চই রয়েছে। এই তথ্য mha.nic.in এই ওয়েবসাইটেও পাওয়া যাবে। কিন্তু কমিশন পরিস্কার জানিয়েছে গুমনামি বাবা বা ভগবানজি নেতাজি নন।’
কোনো শক্তিশালী প্রমাণ না পেয়ে হঠাৎ করে নেওয়া কেন্দ্রের এই সিদ্ধান্তে অসন্তুষ্ট নেতাজির পরিবার।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2rUK5co

May 31, 2017 at 09:53PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top