এশিয়া :পাকিস্তানের বেলুচিস্তানে বোমা বিস্ফোরণে অন্তত ২৫ জন নিহত হয়েছে। শুক্রবার দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের ডেপুটি চেয়ারম্যান আবদুল গফুর হায়দারির গাড়িবহরে ওই হামলা হয়। বিস্ফোরণে সামান্য আঘাত পেয়েছেন তিনি।
বেলুচিস্তানের রাজধানী কোয়েটা থেকে ৫০ কিলোমিটার দক্ষিণে মাসটাং শহরে বিস্ফোরণের এ ঘটনা ঘটে। ওই বিস্ফোরণে হায়দারির গাড়িবহরে থাকা আরও ৪০ জন আহত হয়েছেন।
স্থানীয় একটি ধর্মীয় প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের স্নাতকের সনদ প্রদান শেষে নিজ গন্তব্যে ফিরছিলেন হায়দারি।
ইসলামিক স্টেট জঙ্গিরা এ হামলার দায় স্বীকার করে জানিয়েছে, আত্মঘাতী হামলা ছিল সেটি।
আগে থেকে গাড়িতে রাখা বোমা দিয়ে বিস্ফোরণ ঘটানো হয়েছে না কি আত্মঘাতী হামলা তা এখনো পরিষ্কার নয়। তবে পুলিশের ধারণা, হামলা আত্মঘাতী ছিল।
from মধ্যপ্রাচ্য ও দূরপ্রাচ্য – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2pHVBmn
May 13, 2017 at 12:26PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন