নয়াদিল্লি, ১৩ মেঃ ন্যাশনাল হেরাল্ড মামলায় চরম বিপাকে পড়লেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি ও দলের সহ সভাপতি রাহুল গান্ধি। এই মামলায় মা ও ছেলের বিরুদ্ধে আয়কর তদন্তের অনুমতি দিল দিল্লি হাইকোর্ট। এর ফলে দুজনকেই আদালতে বিচারের মুখোমুখি হতে হবে। এই মামলায় অস্কার ফার্নান্ডেজ, শ্যাম পিত্রোদা সহ আরও বেশ কয়েকজন অভিযুক্ত। ২০১২ সালে বর্তমান বিজেপি সাংসদ সুব্রহ্মণিয়ম স্বামী সোনিয়া-রাহুল সহ বাকিদের বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগ এনেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতেই শুরু হয় এই মামলা। অভিযোগে বলা হয়, ন্যাশনাল হেরাল্ড সংবাদপত্র প্রকাশ করত অ্যাসোসিয়েটস জার্নালস লিমিটেড। ইয়ং ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থা ৫০ লক্ষ টাকা দিয়ে এই অ্যাসোসিয়েটস জার্নালস লিমিটেডকে কিনে নেয়। অথচ সংস্থাটির বাজার মূল্য ছিল দুই হাজার কোটি টাকারও বেশি। ইয়ং ইন্ডিয়ার ডিরেক্টর ছিলেন সোনিয়া এবং রাহুল দুজনেই। স্বামী অভিযোগ করেন, দুই হাজার কোটি টাকা মূল্যের একটি সংস্থাকে প্রায় জলের দরে কিভাবে কিনে নিল ইয়ং ইন্ডিয়া। জুলাই মাসে রাষ্ট্রপতি নির্বাচনের আগে হঠাত্ ন্যাশনা হেরাল্ড মামলায় দিল্লি হাইকোর্টের নির্দেশে বেশ বিপাকে পড়ল কংগ্রেস।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2qcd1ev
May 13, 2017 at 01:01PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন