লক্ষ্মীপুর, ০৫ মে- নিজের কোলের শিশুকে মাত্র ২০০ টাকার জন্য বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠছে এক মায়ের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ভারতের ত্রিপুরার লক্ষ্মীপুর গ্রামে। শিশুটিকে তার মায়ের কাছে ফিরিয়ে আনার চেষ্টা করছে চাইল্ড লাইন। জানা গেছে, দীর্ঘদিন ধরে দারিদ্রসীমার নীচে বসবাস করছেন খনজয় রেয়াং ও তাঁর পরিবার। দুবেলা দুমুঠো খাবারও জুটেনা তাদের। এই পরিস্থিতিতে পেটের ক্ষুধায় নিজের সন্তানকে মানুষ করে উঠতে পারছিলেন না তাঁরা। অবশেষে পেট চালানোর জন্য মাত্র ২০০ টাকার বিনিময়ে কোলের শিশুকে বাবলা নামে এক অটোচালকের কাছে বিক্রি করে দেন রেয়াঙের স্ত্রী। ঘটনাটি সামনে আসতেই সেই গ্রামের পঞ্চায়েত প্রধান রেয়াং ও তাঁর স্ত্রীকে ডেকে পাঠান। খবর যায় পুলিশ ও চাইল্ড লাইনে। নিজেদের ভুল বুঝতে পেরে শিশুটিকে ফিরিয়ে আনতে চাইছে তার মা ও বাবা। গোটা পরিস্থিতির জন্য শিশুটির মাকে দায়ী করেছে তার বাবা। উল্লেখ্য, এই নিয়ে গত এক মাসে ত্রিপুরাতে শিশু বিক্রির দুটি ঘটনা ঘটল। সূত্র: জি নিউজ আর/১৭:১৪/০৫ মে
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2q6uVAa
May 06, 2017 at 12:42AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন