বন্ধ হতে চলেছে করাচি-মুম্বই বিমান পরিসেবা!

মুম্বই, ৫ মেঃ বন্ধ হতে চলেছে করাচি-মুম্বই বিমান পরিসেবা। ১১ মে থেকে এই পরিসেবা বন্ধ হবে বলে জানা গিয়েছে।

পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স (পিআইএ)-এর তরফে জানানো হয়েছে, নতুন করে কোনও বুকিং নেওয়া হচ্ছে না করাচি-মুম্বই বিমানে। প্রতি সপ্তাহে বৃহস্পতিবার করে একটি করে বিমান করাচি থেকে মুম্বই আসত। তবে এই আন্তর্জাতিক বিমান পরিসেবা বন্ধ করার কোনও কারণ উল্লেখ করেনি পিআইএ সংস্থা।

বর্তমানে ভারত-পাকিস্তানের মধ্যে তিক্ত সম্পর্ক ছাড়াও পরিসেবা বন্ধের পেছনে বাণিজ্যিক কারণও হতে পারে বলে জানিয়েছেন সংস্থার এক কর্মকর্তা। তবে ১১ মে থেকে পরিসেবা বন্ধ থাকার কথা থাকলেও ৪ মে-তে কোনও বিমান করাচি থেকে মুম্বই আসেনি।



from Uttarbanga Sambad http://ift.tt/2pNqozy

May 05, 2017 at 06:49PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top