পুরনির্বাচনের ভোটপ্রচারে দীপা দাসমুন্সী

রায়গঞ্জ, ৪ মেঃ বয়স্ক কাউকে দেখে সটান পা ছুঁয়ে প্রণাম করলেন। জোড় হাত এবং হাসিমুখ তো ছিলই। এদিন সকাল থেকে দুপুর পর্যন্ত রায়গঞ্জের বন্দর এলাকায় বাড়ি বাড়ি ঘুরে দলের প্রার্থীদের সমর্থন পেতে এভাবেই প্রচার চালালেন প্রাক্তন কংগ্রেস সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দীপা দাসমুন্সী। শহরের ১৮ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী প্রসেনজিৎ সাহা। প্রসেনজিৎ এর প্রতিদ্বন্দ্বী এক সময়ের প্রাক্তন পুরপ্রধান তথা শিল্পপতি তৃণমূল প্রার্থী দীনদয়াল কল্যাণী। কংগ্রেস সূত্রের খবর, প্রার্থীদের কয়েকজন কংগ্রেস ছেড়ে গেলেও তৃণমূলকে লড়াইয়ের এক ইঞ্চিও জমি ছেড়ে দেওয়া হবেনা। এই বার্তা দিয়েই দীপাদেবী এই ওয়ার্ডকে বেছে নেন। শুভেন্দুর সফরের সঙ্গে তার প্রচারের কোন সম্পর্ক নেই বলে দাবী করে পরিবহন মন্ত্রীকে কটাক্ষ করে বলেন, ‘আমার বাড়ি এই জেলায়। আমি এই জেলারই সাংসদ, বিধায়ক ও মন্ত্রী হয়েছিলাম। তাই সর্ব ভারতীয় কংগ্রেস কমিটির সদস্য হিসাবে স্বতঃপ্রণোদিত হয়েই বাড়ি বাড়ি প্রচার শুরু করেছি। আমাকে মেদিনীপুর থেকে ছুটে আসতে হয়নি। এদিন থেকে প্রচারের শেষ দিন পর্যন্ত আমি সমস্ত ওয়ার্ডের প্রার্থীদের সমর্থনে টানা প্রচার চালাব।’



from Uttarbanga Sambad http://ift.tt/2pDelGN

May 04, 2017 at 10:25PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top