কুমিল্লা বোর্ডে শতভাগ অকৃতকার্য ২টি স্কুলই চৌদ্দগ্রামের

চৌদ্দগ্রাম প্রতিনিধি ● কুমিল্লা শিক্ষা বোর্ডেরবৃহস্পতিবার ঘোষিত ফলাফলে শতভাগ অকৃতকার্য দুইটি প্রতিষ্ঠানই চৌদ্দগ্রাম উপজেলার।

প্রতিষ্ঠান দুইটি উপজেলার জগন্নাথদিঘী ইউনিয়নের পায়েরখোলা আরএমবিআর উচ্চ বিদ্যালয় ও চিওড়া ইউনিয়নের কে জি আহমেদ বালিকা উচ্চ বিদ্যালয়।

পায়ের খোলা বিদ্যালয় থেকে ৩২ জন পরীক্ষার্থী এসএসসি পরিক্ষায় অংশ নেয়। এর মধ্যে এক বিষয়ে অকৃতকার্য ১৬ জন, দুই বিষয়ে ৭ জন, তিন বিষয়ে ৫ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়।

অপরদিকে চিওড়া কে জি আহমেদ বালিকা বিদ্যালয় থেকে ২৯ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে সবাই অকৃতকার্য হয়।

পায়েরখোলা আরএমবিআর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান জানান, অংশগ্রহণকৃত শিক্ষার্থীদের মধ্যে ১-১০ রুলের সবাই অতীতের সকল পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করে। এসব ভালো শিক্ষার্থীদের অকৃতকার্যের ঘটনায় তিনি হতাশা প্রকাশ করেন। এছাড়াও গণিতে সৃজনশীল প্রশ্নের কারণে এ বিষয়েই অধিকাংশ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন বলেও তিনি জানান।

The post কুমিল্লা বোর্ডে শতভাগ অকৃতকার্য ২টি স্কুলই চৌদ্দগ্রামের appeared first on Comillar Barta.



from Comillar Barta http://ift.tt/2qEtrdy

May 04, 2017 at 10:51PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top