বার্সেলোনা, ০১ মে- গত সপ্তাহেই মন্টে কার্লো মাস্টার্সের শিরোপা জয়ের স্বাদ পান রাফায়েল নাদাল। সেইসঙ্গে নতুন এক রেকর্ডও গড়েন তিনি। টেনিসের ওপেনযুগে প্রথম পুরুষ খেলোয়াড় হিসেবে একই টুর্নামেন্টে দশবার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন নাদাল। এবার বার্সেলোনা ওপেনেও দশম শিরোপা জেতেন স্প্যানিশ এই টেনিস তারকা। রোববার ফাইনালে তিনি ৬-৪ এবং ৬-১ সেটে অস্ট্রিয়ার ডমিনিক থিয়েমকে পরাজিত করে বার্সেলোনা ওপেনের দশম শিরোপা নিজের শোকেসে তুলেন। সেইসঙ্গে ক্যারিয়ারের ৭১তম শিরোপার স্বাদ পান নাদাল। আগামী ২২ মে থেকে শুরু হবে মৌসুমের দ্বিতীয় গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট ফ্রেঞ্চ ওপেন। প্যারিসের এই টুর্নামেন্টেও নয় বারের চ্যাম্পিয়ন নাদাল। সেখানেও দশম শিরোপা জয়ের হাতছানি দিচ্ছে বিশ্ব টেনিস র্যাংকিংয়ের সাবেক এই নাম্বার ওয়ানকে। সূত্র : বিবিসি আর/০৭:১৪/০১ মে
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2pvMoig
May 01, 2017 at 02:10PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন