হায়দরাবাদ, ০১ মে- গতকাল রবিবার আইপিএলে ওয়ার্নারের ঝড়ো ইনিংসে সানরাইজার্স হায়দরাবাদের কাছে ৪৮ রানে হারতে হল কলকাতা নাইট রাইডার্সকে। ২০ ওভারের শেষে হায়দরাবাদ করে ৩ উইকেটে ২০৯ রান। আর ২০ ওভারে, ৭ উইকেট হারিয়ে কলকাতা নাইট রাইডার্স করে ১৬১ রান। কলকাতা টসে জিতে হায়দরাবাদকে ব্যাট করতে পাঠায়। শুরু থেকেই দাপট দেখা যায় অধিনায়ক ওয়ার্নারের ব্যাটে। মাত্র ৫৯ বলে ওয়ার্নার করেন ১২৬ রান। তার এই ঝড়ো ইনিংসে ছিল ৮টি ছয়, ১০টি চার। ধাওয়ান ফিরেন ২৯ রানে। উইলিয়ামসনের ব্যাট থেকে আসে ৪০ রান। ২০ ওভারের শেষে হায়দরাবাদ করে ৩ উইকেটে ২০৯ রান। এর জবাবে ওয়ার্নারদের দেওয়া ২১০ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে, ৭ উইকেট হারিয়ে ১৬১ রান সংগ্রহ করতে সক্ষম হয় গৌতম গাম্ভিরের দল। কলকাতার হয়ে ব্যাট হাতে একমাত্র উজ্জ্বল ছিলেন রবিন উথাপ্পা। ২৮ বলে, ৪ ছয় ও ৪টি চারের মারে খেলেছেন ৫৩ রানের এক ঝড়ো ইনিংস। পান্ডে করেছেন ৩৯ রান। গম্ভীর করেন ১১ রান ও মণীশ করেন ৩৯ রান। হায়দ্রাবাদের হয়ে বল হাতে ভুবেনেশ্বর কুমার, মো. সিরাজ ও সিদ্ধার্থ কউল ২টি করে উইকেট নেন। রশিদ খান নিয়েছেন ১টি উইকেট। আর/০৭:১৪/০১ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2oWtoYj
May 01, 2017 at 02:15PM
01 May 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top