লন্ডন, ০৫ মে- ইংল্যান্ডের কাউন্ট্রি ক্রিকেট ক্লাব সাসেক্স একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে প্রথমে ব্যাট করে বড় সংগ্রহ পেয়েছে বাংলাদেশ জাতীয় দল। ইমরুল কায়েস ও সাব্বির রহমান রুম্মনের জোড়া ফিফটি এবং ইনিংসের শেষ দিকে ব্যাটিং বিপর্যয়ের পরও মিরাজের দায়িত্বশীল ব্যাটিং নৈপূণ্যে নির্ধারিত ৫০ ওভার শেষে স্কোরবোর্ডে ৮ উইকেট হারিয়ে ৩১৪ রানের লড়াকু সংগ্রহ দাঁড় করিয়েছে বাংলাদেশ। জয়ের জন্য সাসেক্সের সামনে ৩১৫ রানের লক্ষ্যমাত্রা ছুড়ে দিয়েছে বাংলাদেশ। এর আগে ইংল্যান্ডের দক্ষিণ উপকূলীয় শহর হোভে বাংলাদেশ সময় বিকাল ৪টায় ম্যাচটি শুরু হয়। টস হেরে আগে ব্যাট করতে নামা বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। ফর্মে থাকা সৌম্য ফিরে গেলে দলের হাল ধরেন ইমরুল কায়েস ও সাব্বির রহমান। দ্বিতীয় উইকেট জুটিতে দুজনে মিলে যোগ করেন শতরানেরও বেশি জুটি। অর্ধশতক তুলে নেন উভয় ব্যাটসম্যানই। সাব্বির ৭ চার ও ১ ছয়ের মারে ৫২ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরে গেলেও মুশফিককে সাথে নিয়ে রান ওঠানোর কাজে অটল ছিলেন কায়েস। ৯২ রানের অসাধারণ এক ইনিংস খেলার পর সতীর্থদের ব্যাট করার সুযোগ করে দিতে মাঠ ছাড়েন তিনি। ইমরুলের ফিরে যাওয়ার পর আবারো ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। মোসাদ্দেক ৬ রান করে কাটা পড়েন এলবিডব্লিওর ফাদেঁ। এরপর অল্প সময়ের ব্যবধানে সাসেক্সের বোলার স্মিথের দুর্দান্ত বোলিংয়ের শিকার হয়ে সাজঘরে ফেরেন নাসির হোসেন (৫) ও মুশফিকুর রহিম (৪০)। যারফলে ৩৬তম ওভারে ২১৬ রানে বাংলাদেশ হারিয়ে বসে পঞ্চম উইকেট। ষষ্ঠ উইকেট জুঁটিতে দলের হাল ধরে বেশ ভালো ভাবে এগোচ্ছিলেন মিরাজ ও সোহান। তবে ২৭ রান করা সোহানকে দলীয় ২৭২ রানে রাউলিনস আউট করলে বিচ্ছিন্ন হয় এ দুজনের ৫৬ রানের মূল্যবান জুটি। এরপর ম্যাচের বাকীটা সময় একাই লড়াই চালিয়ে যান মেহেদী হাসান মিরাজ। দায়িত্বশীলতার পরিচয় দিয়ে ঠান্ডা মাথায় অসাধারণ এক অর্ধশতক তুলে নেন তিনি। শেশ পর্যন্ত ৪ চার ও ২ ছয়ে করা তাঁর কার্যকরী অপরাজিত ৬০ রানের ইনিংসে ভর করে ৩১৪ রানের পুঁজি পায় বাংলাদেশ। সংক্ষিপ্ত স্কোর বিসিবি একাদশ- ৩১৪/৮ (৫০ ওভার) কায়েস ৯২*, মিরাজ ৬০*, সাব্বির ৫২, মুশফিক ৪০, সোহান ২৭, মোসাদ্দেক ৭, সৌম্য ৬, নাসির ৫, সানজামুল ৫, তাসকিন ৪। আর/১০:১৪/০৫ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2pOmuse
May 06, 2017 at 04:51AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top