ঢাকা, ০৫ মে- শেষ হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ। এখন চলছে গণনা। সকাল ৯টা থেকেই ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয়েছে সন্ধ্যা ৬টার কিছুটা পর। আজ ভোট উপলক্ষে সারাদিন এফডিসিতে ছিল তারকাদের মেলা। সারাদিনই তারকারা এসেছেন। ভোট দিয়ে আড্ডা আর হৈ-হুল্লোড়ে মেতে উঠেছিলেন। এবার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে মোট ২১টি পদে লড়ছেন ৫৯ প্রার্থী। ভোটার সংখ্যা ৬২৪ জন। প্যানেল তিনটি হচ্ছে- ওমর সানী-অমিত হাসান, মিশা সওদাগর-জায়েদ খান এবং ড্যানি সিডাক-ইলিয়াস কোবরা প্যানেল। শিল্পী সমিতির নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন পরিচালক মনতাজুর রহমান আকবর। আর/১০:১৪/০৫ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2pOn0GX
May 06, 2017 at 04:47AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top