এটিএম লুঠের চেষ্টা, গ্রেফতার ২

শিলিগুড়ি, ৫ মেঃ এটিএম লুঠ করার চেষ্টায় ২ জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের নাম সফল বিশ্বকর্মা এবং রোশন রশায়ইলি। ধৃতদের শনিবার শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে।

প্রসঙ্গত, বুধবার রাতে প্রধাননগর থানা এলাকায় একটি এটিএমে হানা দেয় দুষ্কৃতীদের একটি দল। সারারাত ধরে এটিএমটি ভাঙার চেষ্টা করলেও বিফল হয়ে ফিরে যায় দুষ্কৃতীরা। এরপর থেকে এলাকায় আতঙ্ক ছড়ায়। ফের শহরে এটিএম ভাঙার চেষ্টার ঘটনার হইচই পড়ে যায়। রাতের শহরে পুলিশি নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে। চাপের মুখে এটিএম-এর সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্তে নামে পুলিশ। শুক্রবার দফায় দফায় অভিযান চালিয়ে কুলিপাড়া এবং গুরুংবস্তি এলাকা থেকে দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। তাদের জেরার পর ঘটনায় বেশ কয়েকজন যুক্ত রয়েছে বলে জানাতে পারে পুলিশ।

এই বিষয়ে ডেপুটি পুলিশ কমিশনার জোন (২) বলেন, ‘কয়েকজন মিলে এটিএম ভাঙার চেষ্টা করেছিল। সেই ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।’



from Uttarbanga Sambad http://ift.tt/2pJ88cv

May 05, 2017 at 10:58PM
05 May 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top