গৌহাটি, ০৫ মে- সর্বশেষ সাউথ এশিয়ান গেমসের ১৫ মাস পর পদক পেতে যাচ্ছেন বাংলাদেশের নারী ভারোত্তোলক জহুরা আক্তার নিশি। ভারোত্তোলনে মেয়েদের +৭৫ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণ পাওয়া ভারতের সুশীলা পানোয়ার ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় বাংলাদেশের নিশি পাবেন ব্রোঞ্জ পদক। ওই ইভেন্টে চতুর্থ হয়েছিলেন নিশি। গত বছর ৯ ফেব্রুয়ারি গৌহাটির ভোজেস্বরী ফুকানানি ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতায় রৌপ্য জিতেছিলেন শ্রীলঙ্কার ইশানি কালুথানথিরি। সুশীলা পানোয়ারের স্বর্ণ পদক কেড়ে নিয়ে এখন দেয়া হবে এ লঙ্কানকে। ব্রোঞ্জ জিতেছিলেন নেপালের তারা দেবি। তিনি পাবেন রৌপ্য। অফিসিয়ালি ঘোষণা হলে গত গেমসে বাংলাদেশের পদক বাড়বে একটি। ভারোত্তোলেন বাংলাদেশ পেয়েছিল ১টি স্বর্ণ, ২টি রৌপ্য ও ৩টি ব্রোঞ্জ। স্বর্ণ জিতেছিলেন মাবিয়া আক্তার সীমান্ত ৬৩ কেজি ওজন শ্রেণিতে। যদিও বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশন এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানে না। ফেডারেশনের সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র দেবনাথ বলেছেন, আমরা শুনেছি। তবে অফিসিয়ালি কোনো কিছু আমাদের জানা নেই। আর ভারতীয় ভারোত্তোলকের ডোপ কেলেঙ্কারিতে যার কপাল খুলছে সেই বাংলাদেশের নারী ভারোত্তোলক জহুরা আক্তার নিশি অনেক খুশি। অফিসিয়ালি কিছু জানি না। আমি ইন্টারনেটে দেখেছি ভারতের সুশীলা ডোপ ডেস্টে পজিটিভ হয়েছেন। ব্রোঞ্জ পদকটি এখন আমারই পাওয়ার কথা। কারণ অতীতে এমন হয়েছে। আর আমরা ওই সময়ই বুঝেছিলাম সুশীলা মাদক নিয়ে প্রতিযোগিতায় নামছেন-এ প্রতিবেদককে জানিয়েছেন নিশি। আর/১০:১৪/০৫ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2phy8Jj
May 06, 2017 at 05:07AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top