ঢাকা::জিয়া অরফানেজ ট্রাস্ট্র দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আবেদনে ফের বিচারিক আদালত পরিবর্তনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
তবে কোন আদালতে ২ কোটি ১০ লাখ টাকা আত্মসাতের এ মামলার বিচার হবে সে বিষয়ে কিছু জানাতে পারেননি দুই পক্ষের আইনজীবীরা।
বিচারপতি মো. শওকত হোসেন ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রোববার তা মঞ্জুর করেন।
এর আগে খালেদা জিয়ার অনাস্থা আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৮ মার্চ ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদারকে বদলে কামরুল হোসেন মোল্লাকে দায়িত্ব দেন হাইকোর্ট।
আদালতে খালেদার পক্ষে শুনানি করেন এ জে মোহাম্মদ আলী ও রাগীব রউফ চৌধুরী। তাদের সঙ্গে ছিলেন জাকির হোসেন ভূঁইয়া। দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান।
আদেশের পর খুরশীদ আলম খান বলেন, আদালত পরিবর্তনের আদেশ দেওয়া হলেও কোন আদালতে এ মামলা যাবে তা আদেশে বলা হয়নি।
এতিমদের জন্য বিদেশ থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাতের অভিযোগে জিয়া এতিমখানা ট্রাস্ট মামলা দায়ের করে দুদক। ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় মামলাটি দায়ের করা হয়। তদন্ত শেষে দুদক ২০০৯ সালের ৫ অগাস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করে।
from ঢাকা – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2rg3HEP
May 14, 2017 at 11:14PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন