নয়াদিল্লি, ১৪ মেঃ টাঁকশাল থেকে সারা দেশে ৪ হাজারেরও বেশি ব্যাংক চেস্ট পর্যন্ত নোট পরিবহণের ক্ষেত্রে নিরাপত্তা বাড়াচ্ছে ভারতীয় রিজার্ভ ব্যাংক। গত বছর নোট বাতিলের পর থেকে একাধিকবার নোট পরিবহণকারী গাড়ি লুঠের ঘটনা সামনে এসেছে। এছাড়াও এটিএম থেতে জাল নোট বেরোনোর ঘটনাও সারা দেশে বহুবার ঘটেছে। তাই নোট পরিবহণ এবং তা ব্যাংকের চেস্টে মজুত করার ক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে আরবিআই। কেন্দ্রীয় ব্যাংকের হাই লেভেল কমিটি অন কারেন্সি স্টোরেজ অ্যান্ড মুভমেন্ট সম্প্রতি নোট পরিবহণে নিরাপত্তা ব্যবস্থা মূল্যায়ন করে। এরপরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2reLA15
May 14, 2017 at 11:12PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন