লন্ডন, ১৫ মে - সিলেটের কৃতি সন্তান এম জাকির হুসেন এবারের সেরা বৃটিশ বাংলাদেশী শিল্পপতি হিসেবে হিসেবে নির্বাচিত হয়েছেন। জাকির হুসেনের বাড়ি সিলেটের জকিগঞ্জের গঙ্গাজল এলাকায়। আব্দুল লতিফ তাপাদারের ৩ ছেলে এবং ২ মেয়ের মধ্যে তিনি সবার বড়। গত রবিবার (১৪ মে) সন্ধ্যা ৬টায় বৃটেনের মিডল্যান্ডে দেশ ফাউন্ডেশন ইউকের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে তাকে সেরা বৃটিশ বাংলাদেশী শিল্পপতি হিসেবে এওয়ার্ড প্রদান করা হয়। এসময় অনুষ্ঠানে উপস্তিত ছিলেন বৃটেনের স্বরাষ্ট মন্ত্রী ও বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সহ বৃটেনের প্রায় প্রত্যেকটি সিটি মেয়র এবং অনেক এম পি। এছাড়াও উপস্থিত ছিলেন বৃটেনের এবং বৃটেনে অবস্থানরত বাংলাদেশী স্বনামধন্য ব্যক্তিবর্গ। অনুষ্টানে এম জাকির হুসেন বলেন, আমি অত্যন্ত আনন্দিত তাই সর্বপ্রথম মহান আল্লাহ তায়ালার শুকরিয়া আদায় করছি এবং আমার পিতা মাতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এ সাফল্যে তিনি ধন্যবাদ জানান তার স্ত্রী, সন্তান এবং সহকর্মীবৃন্দকে। তিনি তার এ এওয়ার্ড বৃটেনে অবস্থানরত বাঙ্গালী কমিউনিটিকে উৎসর্গ করেছেন বলে জানিয়েছেন। উল্লেখ্য, স্বপ্ন, সাহস আর সততা- এ তিন স মিলে যে আকাশকে হাতের মুঠোয় আনা যায়, তারই এক উজ্জ্বল প্রতিবিম্ব জাকির হোসেন। নিজের স্বপ্ন, সাহস, সততা, চেষ্টা, একাগ্রতা আর কঠোর পরিশ্রমে কল্পলোকের আকাশকে মর্তে নামিয়ে এনেছেন তিনি। সাধারণ এক শ্রমিক থেকে ব্রিটেনের অন্যতম প্লাস্টিক কোম্পানী জেডএইচকে প্লাস্টিক লিমিটেডর মালিক জাকির। ২০০৩ সালে সস্ত্রীক যুক্তরাজ্যের বার্মিংহামে পাড়ি জমান জাকির। সেখানে গিয়ে সিংহভাগ বাংলাদেশী, বিশেষ করে সিলেটিদের মতো রেস্টুরেন্টে কাজ নেন নি জাকির। ব্যতিক্রমী জাকির সাধারণ শ্রমিক হিসেবে কাজ শুরু করেন একটি প্লাস্টিক কোম্পানীতে। চলে কঠোর পরিশ্রম। চলে স্বপ্নের আকাশ ছুঁতে জাকিরের প্রচেষ্টা। জাকিরের সাহস, সততা আর একাগ্রচিত্তে পরিশ্রম বৃথা যায় নি। যে প্রতিষ্ঠানে একজন সাধারণ শ্রমিক হিসেবে যোগ দেন জাকির, সেই প্রতিষ্ঠানই কিনে ফেলেন তিনি। নতুন নাম, জেডএইচ কে প্লাস্টিক লিমিটেড নামে গড়ে ওঠে সেই প্রতিষ্ঠান। বর্তমানে প্রতিবছর জাকিরের টার্নওভার প্রায় ২ মিলিয়ন পাউন্ড। ব্রিটেনের বিভিন্ন কোম্পানী ছাড়াও ইউরোপের বিভিন্ন দেশে যায় জাকিরের প্রতিষ্ঠানের পণ্য। যুক্তরাজ্যে থাকলেও দেশের তরে মন পড়ে থাকে জাকির হোসেনের। দেশের বিভিন্ন দুর্যোগময় সময়ে সাহায্যের হাত বাড়িয়ে দেন তিনি। যার উদাহরণ হিসেবে উল্লেখ করা যায় প্রলয়ঙ্কারী সিডরর কথা। ওই সময় সিলেটের জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান প্রদান করেন জাকির। এছাড়া বাংলাদেশের গণমাধ্যমে আর্তপীড়িত মানুষের খবর দেখলে সাধ্যমতো পাশে দাঁড়ানোর চেষ্টা করেন তিনি। এ আর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2pOvFFv
May 16, 2017 at 12:10AM
এই সম্পর্কিত আরও সংবাদ...
ফিলাডেলফিয়ার রাজনীতিতে বাংলাদেশি অভিবাসীদের জয়জয়কার
07 Oct 20200টিপেনসিলভানিয়া, ৭ অক্টোবর- যুক্তরাষ্ট্রের স্বাধীনতার সনদ যে নগরীতে গৃহীত হয়েছিল, সেই ফিলাডেলফিয়ার রাজন...আরও পড়ুন »
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসী হামলার গোলাপগঞ্জের যুবক নিহত
05 Oct 20200টিকেপটাউন, ০৫ অক্টোবর- দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের হামলায় সিলেটের গোলাপগঞ্জের যুবক জাকির হোসেন (৩৫) ন...আরও পড়ুন »
নিউইয়র্কে আওয়ামী লীগের সমাবেশে হট্টগোল
03 Oct 20200টিনিউইয়র্ক, ০৩ অক্টোবর- যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আওয়ামী লীগের সমাবেশে আবারও হট্টগোলের ঘটনা ঘটেছে। বাংল...আরও পড়ুন »
নিউইয়র্কে গাড়ির ধাক্কায় বাংলাদেশি যুবকের মৃত্যু
03 Oct 20200টিনিউইয়র্ক, ০৩ অক্টোবর-যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জেরিকোর লং আইল্যান্ড এক্সপ্রেসওয়েতে হেঁটে যাওয়ার সম...আরও পড়ুন »
জার্মানিতে বাংলাদেশি প্রবাসীর শতাধিক বাড়ি
02 Oct 20200টিবার্লিন, ০২ অক্টোবর- নিজের জমানো টাকায় কিশোর বয়স থেকে ব্যবসা শুরু করে জার্মানিতে এখন শতাধিক বাড়ির ম...আরও পড়ুন »
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.