ঢাকা, ১৫ মে- যুক্তরাষ্ট্রের আশি ও নব্বই দশকের জনপ্রিয় পপ ও রক গায়ক রিচার্ড মার্কস। দুনিয়াজোড়া তার খ্যাতি। দারুণ একটি খবর হলো, এই গায়ক ঢাকায় আসছেন! সামাজিক যোগাযোগের মাধ্যমে ১১ মে তিনি নিজেই লিখেছেন, প্রথমবারের মতো ঢাকায় গান করব। আমি দারুণ রোমাঞ্চিত! এই খবরে রোমাঞ্চিত ঢাকার শ্রোতারাও। দিন গুনছেন তারা, কবে আসবে ১৬ মে। রিচার্ড মার্কস লাইভ ইন ঢাকা আয়োজন করছে ক্রেইনস। আয়োজক সূত্রে জানা গেছে, আজ সোমবার রিচার্ড মার্কসের ঢাকায় আসার কথা আছে। আগামীকাল মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে এই কনসার্ট হবে। রিচার্ড মার্কসের খুব জনপ্রিয় হওয়া গানের মধ্যে রয়েছে- রাইট হিয়ার ওয়েটিং, হোল্ড অন টু দ্য নাইটস, এন্ডলেস সামার নাইটস, স্যাটিসফাইড, শুড ​হ্যাভ নোন বেটার, ডোন্ট মিন নাথিং, নাউ অ্যান্ড ফরএভার, অ্যাঞ্জেলিয়া, হ্যাজার্ড, চিলড্রেন অব দ্য নাইট। আর/১৭:১৪/১৫ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2rhkczq
May 16, 2017 at 12:07AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top