টরন্টো, ০৩ মে- কানাডায় থিয়েটার ফোকস টরন্টোর আয়োজনে প্রদর্শিত হলো মুক্তিযুদ্ধভিত্তিক মঞ্চনাটক লালজমিন। স্থানীয় ছুটির দিন রোববার সন্ধ্যায় টরন্টোর ৯ ডজ রোডের রয়্যাল লিজিয়ন হলে নাটকটি মঞ্চস্থ হয়। মুক্তিযুদ্ধ ও যুদ্ধোত্তর বাংলাদেশের পটভূমিতে মান্নান হীরার লেখা ও সুদীপ চক্রবর্তীর নির্দেশনায় লালজমিন নাটকে একক অভিনয় করেছেন মোমেনা চৌধুরী। এ পর্যন্ত বাংলাদেশ, ভারত ও যুক্তরাজ্যে লাল জমিনের ১১৪টি প্রদর্শনী হয়েছে। অজন্তা চৌধুরী ও সৃজনীর সঞ্চালনায় নাটকটি প্রদর্শনীর আগে একাত্তরের চিঠি থেকে তিনজন মুক্তিযোদ্ধার চিঠি পড়ে শোনান নভেরা রহমান। সৃজনী রহমানের কোরিওগ্রাফিতে নতুন প্রজন্মের শিশুদের মাঝে বাংলাদেশের লাল-সবুজ পতাকা তুলে দিয়ে প্রদর্শনীর সূচনা করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী রঙ্গলাল দেব চৌধুরী। এ সময় অন্টারিওর ওয়েস্টার্ন ইউনিভার্সিটির অধ্যাপক অমিত চাকমাসহ টরন্টোর বাংলাদেশি কমিউনিটির সংস্কৃতিকর্মীরা উপস্থিত ছিলেন । থিয়েটার ফোকস টরন্টোর পক্ষ থেকে পুরো অনুষ্ঠানটি সমন্বয় করেছেন টরন্টো প্রবাসী সংগঠক নয়ন হাফিজ, সবিতা সোমানী, তাসলিমা জামাল শিমু, রিয়াজ মাহমুদ জুয়েল, ইমামুল হক, সুব্রত কুমার দাস, মুস্তাফিজ খান ও সোলায়মান তালুতরবিন। আর/১৭:১৪/০৩ ম



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2pEL5h4
May 03, 2017 at 11:21PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top