অবাস্তব পরিসংখ্যান দিয়ে জনগণের সঙ্গে প্রতারণা চলছে’

fঢাকা::অবাস্তব অর্থনৈতিক পরিসংখ্যান দিয়ে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।

ফখরুল বলেন, আওয়ামী লীগ প্রচারণা চালাচ্ছে যে, চলতি অর্থবছরে প্রবৃদ্ধি হার দাঁড়াবে ৭ দশমিক ২৪ শতাংশ। কিন্তু এখানকার অর্থনীতিবিদরা, ওয়ার্ল্ড ব্যাংকের অর্থনীতিবিদরা সবাই বলছে যে, এটা একটা অসম্ভব ব্যাপার, এটা সম্ভব নয়। তারা বলছে কিছুতেই এটা ৬ দশমিক ৮ শতাংশের ওপরে যেতে পারে না। তাহলে এই যে মানুষকে প্রতারিত করা, তারাই পারে, আওয়ামী লীগই পারে। অন্য কারো পক্ষে করা সম্ভব না।

বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশে এমন দুঃসময় আগে কখনো আসেনি। একদলীয় শাসনের মাধ্যমে দেশকে ধ্বংস করছে সরকার। বিএনপির ভিশন ২০৩০ একটি আধুনিক বাংলাদেশের রূপরেখা। সরকারি দল এ নিয়ে কুতর্ক করছে।



from ঢাকা – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2qQHtvU

May 17, 2017 at 05:36PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top