ঢাকা::অবৈধভাবে মদ রাখার বিষয়ে ব্যাখ্যা দেয়ার জন্য বুধবার বনানীর হোটেল ‘দ্য রেইনট্রি’ কর্তৃপক্ষকে শুল্ক গোয়েন্দা বিভাগ তলব করেছিল। তবে অসুস্থতার কারণ দেখিয়ে রেইনট্রি কর্তৃপক্ষের কেউ সেখানে হাজির হয়নি।
বুধবার আইনজীবীর মাধ্যমে তারা এক মাসের সময়ের আবেদন করেন। পরে শুল্ক গোয়েন্দা বিভাগ তাদের ৭ দিনের সময় মঞ্জুর করেছে।
রেইনট্রি কর্তৃপক্ষের আইনজীবী জানিয়েছে, অসুস্থতার বিষয়ে জানিয়ে একমাস সময় আবেদন করলে শুল্ক গোয়েন্দা বিভাগ ৭ দিন সময় মঞ্জুর করে। আগামী ২৩ মে তাদের আবারো তলব করা হয়েছে। এ সময় আবেদনের সঙ্গে অসুস্থতা সম্পর্কিত কোনো ব্যবস্থাপত্র জমা দেয়া হয়নি।
রেইনট্রি হোটেলে শুল্ক গোয়েন্দাদের একটি দল ১৪ মে অভিযান চালিয়ে ১০ বোতল বিদেশি মদ উদ্ধার করে। এই মদ উদ্ধারের সময় হোটেল কর্তৃপক্ষ বারের লাইসেন্স দেখাতে পারেননি। এ কারণে অবৈধভাবে বিদেশি মদ রাখার দায়ে হোটেল কর্তৃপক্ষকে আজ বুধবার জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়।
প্রসঙ্গত, ২৮ মার্চ রেইনট্রি হোটেলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তরুণী ধর্ষণের শিকার হয়ে আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদ ও তার বন্ধু নাঈম আশরাফ ওরফে আব্দুল হালিমসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করেন। গণমাধ্যমে বিষয়টি প্রকাশিত হলে দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
পরে পুলিশ সাফাত আহমেদ ও মামলার অপর আসামি সাকিফকে গ্রেফতার করে। পরে ঢাকা থেকে গাড়ি চালক ও দেহরক্ষীকে গ্রেফতার করা হয়। তবে আরেক আসামি নাঈম আশরাফ এখনও পলাতক।
from ঢাকা – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2rq7yOP
May 17, 2017 at 05:42PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন