সুপ্রিম কোর্টের কোনো ক্ষতি চাই না : আনিসুল হক

uঢাকা::

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘সুপ্রিম কোর্টের কোনো ক্ষতি আমি হতে দিবো না’।
‘আমার বাবা অ্যাডভোকেট সিরাজুল হক সুপ্রিম কোর্ট থেকে আয় করে আমার জীবন গড়ে তুলেছেন’-এ কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমি সুপ্রিম কোর্টের কোনো ক্ষতি চাই না’।

আইনমন্ত্রী আজ বৃহস্পতিবার সন্ধ্যায় নরসিংদী জেলা আইনজীবী সমিতির ৪০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃক্তব্যে একথা বলেন।

তিনি বলেন, ‘আমি জেনেছি, পত্র-পত্রিকায় পড়েছি এবং শুনেছি প্রধান বিচারপতি অনেক কথা বলেছেন।’

তিনি বলেন, ‘যেসব কথা আমার কানে এসেছে, সেসব কথার জবাব আমি দিবো না। যদি আমি প্রধান বিচারপতির প্রত্যেকটা কথার জবাব দেই তাহলে হয়তো আমার আর তার মধ্যে বাক-বিতণ্ডা হতে পারে। এতে অপকার হবে প্রতিষ্ঠানের, অপকার হবে সুপ্রিম কোর্টের। আমি সুপ্রিম কোর্টের সাথে সেই বেঈমানী করতে পারবো না।’

আনিসুল হক যুক্তি দিয়ে প্রমাণ করেন, বর্তমানে পাঁচটি জেলায় জেলা জজের পদ খালি থাকার কথা বলা হলেও প্রকৃতপক্ষে দু’টি জেলায় জেলা জজের পদ খালি আছে। এই দু’টি পদ খালি থাকার কারণও তিনি ব্যাখ্যা করেন।

অ্যাডভোকেট আমজাদ হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে পানি সম্পদ প্রতিমন্ত্রী লে. কর্নেল (অব.) মোহাম্মদ নজরুল ইসলাম হিরু, বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান এডভোকেট আবদুল বাসেত মজুমদার, নরসিংদীর জেলা ও দায়রা জজ ফাতেমা নজীব বক্তৃতা করেন। সূত্র: বাসস



from ঢাকা – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2qrDFwD

May 26, 2017 at 11:53PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top