এটি গ্রিক দেবীর নয়, বাঙালি মেয়ের ভাস্কর্য: মৃণাল হক

সুপ্রিম কোর্টের সামনের ভাস্কর্যটি গ্রিক দেবী থেমিসের নয় বলে জানিয়েছেন ভাস্কর্যটির নির্মাতা মৃণাল হক। ভাস্কর্যটি সরানোর সিদ্ধান্তে ব্যথিত চিত্তে তিনি জানান, ‘এ ভাস্কর্য কোনও গ্রিক দেবীর নয়। বরং এটি বাঙলি মেয়ের ভাস্কর্য। যার হাতে বিচারের প্রতীক।’
সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় আবেগাপ্লুত হয়ে পড়েন মৃণাল হক। তিনি বলেন, ‘এ ভাস্কর্য কোনও গ্রিক দেবীর নয়। এটি সম্পূর্ণ বাঙালি মেয়ের ভাস্কর্য। শাড়ি-ব্লাউজ পরা একজন বাঙালি নারীকে উপস্থাপন করা হয়েছে এ ভাস্কর্যে। আর এখানে দাড়িপাল্লা বিচারের প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছে।’



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2qWZfMV

May 26, 2017 at 11:46PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top